জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় Admission Notice 2015-16. www.juniv.edu. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ভর্তি নোটিশ, সিট প্ল্যান, পরীক্ষার সময়, পরীক্ষার রেজাল্ট এখানেই প্রকাশ করা হবে। Jahangirnagar University Admission Notice, Sit plan, Exam date and Time, Admission Result 2015-16 of all units will be found here. ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেনীর ভর্তি কার্যক্রম শুরু হবে ১৭ সেপ্টেম্বর ২০১৫। ভর্তি পরীক্ষা শুরু হবে ২৫ অক্টোবর এবং ভিন্ন ভিন্ন তারিখে আলাদা আলাদা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয় ভর্তি ২০১৫-১৬ এর গুরুত্বপূর্ণ সময়সীমাঃ
অনলাইনে আবেদন শুরু, ২০ সেপ্টেম্বর,২০১৫
অনলাইনে আবেদন শেষ, ৮ অক্টোবর,২০১৫
জাবি ভর্তি পরীক্ষা শুরু, ২৫ অক্টোবর,২০১৫
জাবি ভর্তি পরীক্ষা শেষ, ৫ নভেম্বর,২০১৫
আবেদন ফিঃ
A, B, D, E- ইউনিটঃ
৫২৫/=
C- ইউনিটঃ ১৭৫/=
F, G, H- ইউনিটঃ ৩৫০/=
ভর্তি পরীক্ষায়
অংশগ্রহণের ন্যুনতম যোগ্যতাঃ
ক) ২০১২ সাল এবং
তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৪র্থ বিষয়সহ
মোট জিপিএ গণনা করা হবে।
খ) প্রয়োজনীয়
যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীগণ প্রত্যেক ইউনিটে আবেদন করতে পারবে। তবে C
ইউনিটের ক্ষেত্রে প্রত্যেক বিভাগে
আলাদাভাবে আবেদন করতে হবে।
গ) জি.সি.ই. ২০১০
সন থেকে তৎপরবর্তী সন পর্যন্ত ‘ও’ লেভেল
পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং ২০১৪/১৫ সনের ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। তাদের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড থাকতে হবে।
গ্রেডিং পদ্ধতিতে
উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর বিভিন্ন বিষয়ে নিম্নবর্ণিত যোগ্যতা থাকতে হবঃ
১। A-
ইউনিট (গণিত ও
পদার্থবিষয়ক অনুষদ): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায়
পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে।
ক) কম্পিউটার
সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং- মোট জিপিএ ৮.৫০ (পদার্থবিজ্ঞানে এ-মাইনাস ও গণিতে এ গ্রেড)।
খ) গণিত- মোট জিপিএ ৭.৫০ (গণিতে বি গ্রেড)।
গ) পদার্থবিজ্ঞান- মোট জিপিএ ৮.০০ (পদার্থবিজ্ঞান এবং
গণিত এ-মাইনাস)।
ঘ) পরিবেশ বিজ্ঞান- মোট জিপিএ ৮.০০ (রসায়ন, গণিত ও
জীববিদ্যায় এ-মাইনাস এবং পদার্থ বিজ্ঞানে বি গ্রেড)।
ঙ) পরিসংখ্যান- মোট জিপিএ ৭.৫০ (পরিসংখ্যান/গণিতে বি
গ্রেড)।
চ) ভূতাত্ত্বিক
বিজ্ঞান- মোট জিপিএ ৮.০০
(গণিত ও রসায়নে এ-মাইনাস এবং পদার্থবিজ্ঞানে বি গ্রেড)।
ছ) রসায়ন- মোট জিপিএ ৮.০০ (রসায়নে এ এবং গণিতে বি
গ্রেড)।
২। B-
ইউনিট
(সমাজবিজ্ঞান অনুষদ): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায়
পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.২৫ পেতে হবে।
ক) অর্থনীতি- উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখা ৮.০০,
মানবিক শাখা ৭.৫০, ব্যবসায় শিক্ষা শাখা ৭.৫০, অন্যান্য শাখা ৭.৫০ (বিজ্ঞান
শাখা- বাংলায় এ/গণিতে এ/ ইংরেজি এ-মাইনাস। মানবিক শাখা- অর্থনীতিতে
এ/বাংলায় এ/ ইংরেজিতে এ-মাইনাস। ব্যবসায়শিক্ষা শাখা- অর্থনীতি ও বাণিজ্যিক
ভূগলে এ/ বাংলায় এ/ পরিসংখ্যান এ/ কম্পিউটার শিক্ষায় এ/ইংরেজিতে এ-মাইনাস। অন্যান্য
শাখা- অর্থনীতিতে এ/ বাংলায় এ/গণিতে এ/ পরিসংখ্যান এ/ কম্পিউটার শিক্ষায়
এ/ইংরেজিতে এ-মাইনাস)।
খ) নগর ও অঞ্চল
পরিকল্পনা- উচ্চ মাধ্যমিক
বিজ্ঞান/কৃষি শাখা ৮.০০, মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা ৭.০০ (বিজ্ঞান শাখা/মানবিক/ব্যবসায়/অন্যান্য
শাখা- গণিতে এ এবং ইংরেজিতে এ-মাইনাস)।
গ) নৃবিজ্ঞান- উচ্চ মাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা ৮.০০,
মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা ৭.৫০ (বাংলায় এ-মাইনাস এবং ইংরেজিতে বি)।
ঘ) সরকার ও
রাজিনীতি- উচ্চ মাধ্যমিক
বিজ্ঞান/কৃষি শাখা ৮.০০, মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা ৭.০০ (বাংলায়
এ-মাইনাস এবং ইংরেজিতে বি)।
ঙ) লোক প্রশাসন- উচ্চ মাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা
শাখা ৭.৫০, মানবিক/অন্যান্য শাখা ৭.০০ (ইংরেজিতে এ- মাইনাস)।
চ) ভূগোল ও পরিবেশ- উচ্চ মাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা ৮.০০,
মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা ৭.০০ (বাংলায় এ-মাইনাস এবং ইংরেজিতে বি)।
C- ইউনিট(কলা ও মানবিকী অনুষদ): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায়
পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.০০ পেতে হবে।
ক) আন্তর্জাতিক
সম্পর্ক C1- উচ্চ মাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায়/অন্যান্য শাখা মোট জিপিএ ৭.৫০, মানবিক শাখা ৭.০০
( ইংরেজিতে বি গ্রেড)।
খ) ইংরেজি C2- উচ্চ মাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায়/অন্যান্য
শাখা মোট জিপিএ ৮.০০, মানবিক শাখা ৭.৫০ ( ইংরেজিতে এ-মাইনাস গ্রেড)।
গ) ইতিহাস C3-
উচ্চ মাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায়/অন্যান্য
শাখা মোট জিপিএ ৭.৫০, মানবিক শাখা ৭.০০ ( ইংরেজিতে বি এবং বাংলায় এ-মাইনাস গ্রেড)।
ঘ) দর্শন C4-
উচ্চ মাধ্যমিক মানবিক/ব্যবসায়/অন্যান্য
শাখা মোট জিপিএ ৬.০০, বিজ্ঞান শাখা ৭.০০ ( ইংরেজিতে এবং বাংলায় বি গ্রেড)।
ঙ) নাটক ও
নাট্যতত্ত্ব C5- উচ্চ মাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায়/অন্যান্য শাখা মোট জিপিএ
৬.৫০, মানবিক শাখা ৬.০০ ( বাংলাসহ যে কোন একটি বিষয়ে বি গ্রেড)।
চ) প্রত্নত্ত্ব C6-
উচ্চ মাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায়/অন্যান্য
শাখা মোট জিপিএ ৭.০০, মানবিক শাখা ৬.৫০ ( ইংরেজিতে এবং বাংলায় বি গ্রেড)।
ছ) বাংলা C7- উচ্চ মাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায়/অন্যান্য
শাখা মোট জিপিএ ৮.০০, মানবিক শাখা ৭.০০ ( ইংরেজিতে বি এবং বাংলায় এ গ্রেড)।
জ) জার্নালিজম
এন্ড মিডিয়া স্টাডিজ C8- উচ্চ মাধ্যমিক মানবিক/ব্যবসায়/অন্যান্য শাখা মোট জিপিএ
৭.৫০, বিজ্ঞান শাখা ৮.০০ ( ইংরেজিতে বি এবং বাংলায় এ-মাইনাস গ্রেড)।
ঝ) চারুকলা C9-
উচ্চ মাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায়/অন্যান্য/মানবিক শাখা ৭.০০ ( ইংরেজিতে এবং বাংলায়
বি গ্রেড)।
D- ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায়
পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে।
ক) উদ্ভিদবিজ্ঞান- মোট জিপিএ ৭.৫০
(জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞানে এ গ্রেড)।
খ) প্রাণিবিদ্যা- মোট জিপিএ ৭.৫০ (জীববিজ্ঞানে এ গ্রেড)।
গ) প্রাণরসায়ন ও
অনুপ্রাণ বিজ্ঞান- মোট
জিপিএ ৮.০০ (রসায়ন, জীববিজ্ঞান এবং গণিতে এ-মাইনাস)।
ঘ) ফার্মেসী- মোট জিপিএ ৮.০০ ( রসায়নে এ,
জীববিজ্ঞানে এ-মাইনাস, গণিত/পরিসংখ্যান/কম্পিউটার সায়েন্সে এ-মাইনাস)।
ঙ)
মাইক্রোবায়োলজি- মোট
জিপিএ ৮.০০ (রসায়নে এ, জীববিজ্ঞানে এ-মাইনাস এবং ইংরেজিতে এ-মাইনাস)।
চ) বায়োটেকনোলজি
এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং- মোট জিপিএ ৮.০০ ( রসায়ন, জীববিজ্ঞান এবং গণিতে
এ-মাইনাস, ইংরেজিতে বি)।
ছ) পাবলিক হেলথ
এন্ড ইনফরমেটিক্স- মোট
জিপিএ ৮.০০ (রসায়ন এবং জিববিজ্ঞানে এ-মাইনাস, গণিতে বি)।
E- ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায়
পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে।
ক) ফিন্যান্স এন্ড
ব্যাংকিং- উচ্চ মাধ্যমিক
ব্যবসায়/মানবিক ও অন্যান্য শাখায় মোট জিপিএ ৭.৫০, বিজ্ঞান শাখা ৮.৫০ (ব্যবসায়/মানবিক
ও অন্যান্য শাখায়- গণিত/অর্থনীতি/হিসাববিজ্ঞান/ব্যবসায় নীতি ও প্রয়োগে বি গ্রেড,
বিজ্ঞান শাখা- গণিতে বি)।
খ) মার্কেটিং- মোট জিপিএ ৮.৫০ (হিসাব বিজ্ঞান/ব্যবসায়
শিক্ষায় এ, ইংরেজিতে এ-মাইনাস)।
গ) একাউন্টিং এন্ড
ইনফরমেশন সিস্টেম- মোট
জিপিএ ৮.০০ (ইংরেজিতে বি গ্রেড)।
ঘ) ম্যনেজমেন্ট
স্টাডিজ- মোট জিপিএ ৮.৫০
(ইংরেজিতে বি গ্রেড)।
F-ইউনিট (আইন অনুষদ): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায়
পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.০০ পেতে হবে।
ক) আইন
ও বিচার- উচ্চ মাধ্যমিক
বিজ্ঞান শাখা ৮.০০, মানবিক/ব্যবসায় ও অন্যান্য শাখা ৭.৫০ ( বাংলায় এ-মাইনাস এবং
ইংরেজিতে বি গ্রেড)।
G-ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশন): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায়
পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে।
ক) বিবিএ
প্রোগ্রাম- উচ্চ মাধ্যমিক
বিজ্ঞান শাখা ৮.৫০, মানবিক/ব্যবসায় ও অন্যান্য শাখা ৮.০০ (বিজ্ঞান শাখা- গণিতে এ
এবং ইংরেজিতে এ-মাইনাস গ্রেড, মানবিক/ব্যবসায় ও অন্যান্য শাখা- হিসাববিজ্ঞান/অর্থনীতি/গণিত/ব্যবসায়
নীতি ও প্রয়োগে এ, ইংরেজিতে এ-মাইনাস)।
H-ইউনিট (ইনষ্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায়
পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে।
ক) ইনফরমেশন
টেকনোলজি- মোট জিপিএ ৮.০০ (পদার্থবিজ্ঞানে এ-মাইনাস এবং গণিতে এ গ্রেড)।
আবেদনের নিয়মাবলীঃ
ক) আবেদনের জন্য
টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে JU
লিখে<স্পেস> HSC
শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর
<স্পেস> HSC পরীক্ষার রোল নম্বর <স্পেস> HSC পাশের সাল <স্পেস>দিয়ে SSC শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর
<স্পেস> দিয়ে SSC পরীক্ষা রোল নম্বর
<স্পেস> SSC পাশের সাল <স্পেস> কাঙ্খিত ইউনিটের কী ওয়ার্ড লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
উদাহরণঃ JU<> DHA<> 123456<> 2015<> DHA<> 123456<> 2013<> A.
উদাহরণটি ঢাকা
বোর্ডের এবং A ইউনিটের জন্য। এখানে 123456 এর জায়গায় যথাক্রমে আবেদনকারীর নিজের HSC
এবং SSC পরীক্ষার রোল নম্বর দিতে হবে।
A এর জায়গায়
কাঙ্খিত বিভাগের কী-ওয়ার্ড দিতে হবে।
খ) উপরের SMS
টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS
এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও
একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আবেদনকারীকে আরেকটি SMS
পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি
জানানোর জন্য প্রথমে JU <স্পেস> YES <স্পেস> PIN নম্বর <স্পেস> মোবাইল ফোন নম্বর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
উদাহরণঃ JU<>YES<>654321<> 01XXXXXXXX.
উল্লেখ্য, সম্মতি
জানিয়ে SMS পাঠালেই কেবল আবেদনকারীর মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি বাবদ টাকা কেটে নেওয়া
হবে এবং একটি SMS এর মাধ্যমে সাথে সাথেই ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেয়া হবে যা আবেদনকারীকে
সংরক্ষণ করতে হবে।
গ) উন্মুক্ত
বিশ্ববিদ্যালয়, ও/এ লেভেল এবং অন্যান্য দেশী-বিদেশী প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের
যে কোন একটি ইউনিট অফিসে ১,০০০/- টাকা জমা দিয়ে সমতা নির্ধারণী (equivalence)
সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। অতঃপর ভর্তি
হতে ইচ্ছুক ইউনিটের জন্য প্রযোজ্য পরিমাণ ফি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়স্থ অগ্রণী
ব্যাংক লিঃ-এ বিবিধ রশিদের মাধ্যমে জমা দিতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করে তার
সাথে ফি জমার রশিদ এবং সমতা নির্ধারণী সার্টিফিকেট সংশ্লিষ্ট ইউনিট অফিসে জমা দিতে
হবে।
তবে এক্ষেত্রে
প্রার্থীকে ভর্তি পরীক্ষার এক সপ্তাহ পূর্বে সংশ্লিষ্ট ইউনিট বরাবর সাদা কাগজে
একটি আলাদা আবেদন করে সম্মতি নিতে হবে।
প্রবেশপত্র
ডাউনলোডঃ
প্রবেশপত্রের জন্য
প্রথমে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩০০ x ৩০০ পিক্সেল এবং ফাইল সাইজ ১০০ কেবির বেশি নয়) ও আবেদনকারীর
স্বক্ষর (৩০০ x ৮০ পিক্সেল এবং ফাইল সাইজ ৬০ কেবির বেশি নয়) স্ক্যান করতে হবে। প্রবেশপত্র
ডাউনলোড করতে প্রথমে http://ju.teletalk.com.bd
এ গিয়ে নিজ নিজ HSC Board, Roll, Passing
Year এবং Registration Number ইনপুট দিতে হবে। ইনপুট করা তথ্য সঠিক হলে প্রতিটি ইউনিটের
জন্য আলাদা PIN নম্বর দেখানো হবে। এর পর
Photo ও স্বাক্ষর আপলোড
করার অপশন পাওয়া যাবে। আপলোড সম্পন্ন হলে আবেদনকৃত এক বা একাধিক ইউনিটের জন্য
পৃথকভাবে প্রদত্ত PIN নম্বর দিয়ে Admit
Card ডাউনলোড করে
প্রিন্ট করতে হবে।
পরীক্ষা পদ্ধতিঃ
১। MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কাটা যাবে।
২। G ইউনিট ব্যতীত অন্যান্য ইউনিটে ৮০
নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে।
৩।
G ইউনিটে ৭৫ নম্বরের
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। ০৫ নম্বরের মৌখিক পরীক্ষা
পরবর্তী সময়ে নেয়া হবে।
৪।
C ইউনিটভুক্ত নাটক
ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগে লিখিত পরীক্ষায় পাশকৃত প্রার্থীদের ২০ নম্বরের
ব্যবহারিক পরীক্ষা পরবর্তী সময়ে নেয়া হবে। ব্যবহারিক পরীক্ষায় পাশ নম্বর ন্যুনতম
৪০%।
৫। লিখিত এবং
প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার ফলাফলের সাথে প্রার্থীর মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় প্রাপ্ত গ্রেডের ভিত্তিতে সর্বোচ্চ (৭.৫+১২.৫)= ২০ নম্বর
যোগ করে চূড়ান্ত ফলাফল তৈরী করা হবে।
৬। লিখিত পরীক্ষার
পাশ নম্বর ন্যুনতম ৩৫%।
৭। E,
F, G ও C
ইউনিটের অন্তর্ভুক্ত আন্তর্জাতিক সম্পর্ক
বিভাগের প্রশ্নপত্র ইংরেজিতে হবে। অন্য সব ইউনিটে কোন পরীক্ষার্থী ইচ্ছা করলে
ইংরেজি ভাষায় পরীক্ষা দিতে পারবে।
বিভিন্ন ইউনিটের
ভর্তি পরীক্ষার নম্বর বন্টনঃ
১। A-
ইউনিটঃ গণিত- ২২, পদার্থবিজ্ঞান- ২২, রসায়ন-
২২, বাংলা- ৩, ইংরেজি- ৩ এবং বুদ্ধিমত্তা (বিজ্ঞান বিষয়ক)- ৮ নম্বর।
২। B-
ইউনিটঃ বাংলা- ১০, ইংরেজি- ১৫, গণিত- ১৫,
সাধারণ জ্ঞান- ২৫ এবং বুদ্ধিমত্তা- ১৫ নম্বর।
৩। C- ইউনিটঃ বিভাগভিত্তিক ৮০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪। D- ইউনিটঃ বাংলা ও ইংরেজি- ৮, রসায়ন-২৪, জীববিজ্ঞান- ৪৪ (
উদ্ভিদবিজ্ঞান- ২২, প্রাণিবিদ্যা- ২২) এবং বুদ্ধিমত্তা- ৪ নম্বর।
৫। E- ইউনিটঃ বাংলা- ১০, ইংরেজি- ৩০, গণিত- ৩০ এবং ব্যাবসায় সম্পর্কিত
সাধারণ জ্ঞান- ১০ নম্বর।
৬। F- ইউনিটঃ বাংলা- ২৫, ইংরেজি- ২৫ এবং সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা-
৩০ নম্বর।
৭। G- ইউনিটঃ বাংলা- ৫, ইংরেজি-৩০, Mathematical Aptitude ও IQ ৩০, সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয়- ১০ এবং মৌখিক
পরীক্ষায়- ৫ নম্বর।
৮। H- ইউনিটঃ বাংলা- ৫, ইংরেজি- ১৫, গণিত- ৪০ এবং পদার্থবিজ্ঞান-২০
নম্বর।
পরীক্ষার সময়
করণীয়ঃ
ক) পরীক্ষার হলে
কোন প্রকার ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ঘড়ি নিয়ে আসা যাবে না। সময় দেখার জন্য
পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে।
ক) ভর্তি পরীক্ষায়
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে বিভিন্ন কোটায় ভর্তির আবেদন ভর্তি পরীক্ষার পর
গ্রহণ করা হবে। এ ব্যপারে পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করা হবে।
গ) ভর্তি পরীক্ষার
সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।
ভর্তি পরীক্ষা
সংক্রান্ত যাবতীয় তথ্য এই ওয়েবসাইট www.uniadmissionbd.blogspot.com
ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। আরো জানতেঃ ০১৭৮৭১২৩৬১৪, ০১৭৮৭১২৩৬১৫,
০১৭৮৭১২৩৬১৬।
Check Jahangirnagar University admission circular with full information here
ReplyDelete