হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Admission Notice 2015-16. www.hstu.ac.bd. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি নোটিশ, সিট প্ল্যান, পরীক্ষার সময়, পরীক্ষার রেজাল্ট এখানেই প্রকাশ করা হয়। Hajee Danesh Science and Technology University Admission Notice, Sit plan, Exam date and Time, Admission Result 2015-16 of all units will be found here. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। মোট ৭টি অনুষদ থেকে ভর্তি পরীক্ষা আলাদা দিন ও তারিখে অনুষ্ঠীত হবে।
বিশ্ববিদ্যালয়ে
ভর্তি ২০১৫-১৬ এর গুরুত্বপূর্ণ সময়সীমাঃ
অনলাইনে আবেদন শুরু, ১২ অক্টোবর, ২০১৫
অনলাইনে আবেদন শেষ, ৮ নভেম্বর, ২০১৫
ভর্তি পরীক্ষার তারিখ, ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর, ২০১৫
ভর্তি পরীক্ষায়
অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতাঃ
১। ২০১৪-১৫ সালের
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীরা শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।
২০১২ সালের পুর্বে এস.এস.সি পরীক্ষায়
উত্তীর্ণ শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে না।
২। আবেদনকারীকে
বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা
বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে এস.এস.সি/সমমান এবং এইচ.এস.সি. পরীক্ষায় গ্রেডিং
পদ্ধতিতে প্রতিটিতে কমপক্ষে ৩.০ সহ সর্বমোট জিপিএ ৬.৫০ পেয়ে পাশ হতে হবে।
তবে, এগরিকালচার,
ফিসারিজ ও ভেটেরিনারী এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের বেলায় চতুর্থ বিষয়ে নূন্যতম C
গ্রেড থাকতে হবে। বিদেশী শিক্ষা বোর্ড
থেকে সমমানের পরীক্ষার সমতুল্য গ্রেড থকতে হবে।
‘O’ এবং ‘A’ লেভেল পাশকৃতদের জন্য ‘O’ লেভেলে পাঁচটি বিষয়ে গড়ে কমপক্ষে ‘B’
গ্রেড এবং ‘A’ লেভেলে পদার্থ, রসায়ন, গণিত,
জীববীজ্ঞান/কৃষি বিজ্ঞানের মধ্যে তিনটি বিষয়ে গড়ে কমপক্ষে ‘C’
গ্রেড পেতে হবে।
ভর্তির জন্য আবেদন
ও ভর্তি পরীক্ষার ফিঃ
ভর্তচ্ছু
শিক্ষার্থীদেরকে SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ভর্তি পরীক্ষার ফি প্রত্যেক ইউনিটের জন্য
৫০০/=।
HSTU[Space]HSC Board[Space]HSC Roll[Space]HSC Year[Space]SSC Board[Space]SSC Roll[Space]SSC year[Space]Unit and Send It to 16222
Number from a Prepaid Teletalk Mobile Phone.
ভর্তি পরীক্ষার
আবেদনের জন্য একটি টেলিটক প্রি-পেইড মোবাইল ফোনের মাধ্যমে ম্যাসেজ অপশনে গিয়ে HSTU
<স্পেস> এইচ. এস. সি. শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> এইচ এস সি. পরীক্ষার রোল নম্বর <স্পেস> এইচ. এস. সি. পাসের সাল <স্পেস> এস. এস. সি. শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
<স্পেস> এস. এস. সি. পরীক্ষার রোল নম্নর <স্পেস> এস. এস. সি. পাশের সাল লিখে <স্পেস> দিয়ে কাঙ্খিত ইউনিটের কোডটি (A/B/C/D/E/F) লিখে ১৬২২২ নম্বরে SMS
করতে হবে।
উদাহরণঃ HSTU
DHA 123456 2015 DHA 123456 2013 A.
উদাহরটি ঢাকা
বোর্ডের জন্য। এখানে ১২৩৪৫৬ এর জায়গায় যথক্রমে এইচ. এস. সি. এবং এস. এস. সি. পরীক্ষার রোল নম্বর দিতে হবে।কেউ ২০১৪ সালে এইচ. এস. সি. পাশ করে থাকলে ২০১৫ এর জায়গায় ২০১৪ লিখতে হবে এবং A এর জাগায় কাঙ্খিত ইউনিট কোড লিখতে হবে।
উপরের নিয়ম
অনুযায়ি SMS পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS-এ আবেদনকারীর নাম, রেজিস্ট্রেশন ফি ও একটি PIN
নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন 16222
নম্বরে আরেকটি SMS
পাটিয়ে সম্মতি জানাতে হবে।
সম্মতি জানানোর
জন্য প্রথমে HSTU লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN নম্বর লিখে স্পেস দিয়ে আবেদনকারীর যোগাযোগের জন্য নিজের ব্যবহিত
একটি মোবাইল নাম্বার লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
উদাহরণঃ
HSTU<স্পেস>YES<স্পেস>PIN<স্পেস>01XXXXXXXXX.
আবেদনকারীর টেলিটক
প্রিপেইড মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার ফি কেটে নিয়ে
SMS এর মাধ্যমে সাথে সাথেই ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেওয়া হবে। একবার SMS
করে আবেদন করলে তা আর প্রত্যাহার করা
যাবে না।
O Level এবং A Level এ উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের তথ্য শিক্ষাবোর্ডের ডাটাবেজে নেই বলে তাদেরকে
আবেদন করার জন্য প্রথমে info@hstu.ac.bd
তে অথবা হট লাইনে যোগাযোগ করতে হবে এবং
পরবর্তী নির্দেশ অনুযায়ী আবেদন করতে হবে।
প্রশ্নপত্র ও
পরীক্ষা পদ্ধতিঃ
প্রশ্নপত্র বাংলায়
এবং ইংরেজি ভার্সনের জন্য প্রণয়ন করা হবে।
ভর্তি পরীক্ষা বহু
নির্বাচনী পদ্ধতিতে (MCQ) অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা
যাবে। কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে OMR উপযোগী ফরমে প্রশ্নত্তর করতে হবে। উত্তর পত্র শীটে বিশেষ
কোটার জন্য নির্ধারিত বৃত্ত পূরণ করতে হবে।
প্রবেশ পত্রঃ
ছাত্র-ছাত্রীদের
সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/স্থানীয়
ইউনিয়ন চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার/ গেজেটেড অফিসার/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক
সত্যায়িত করে ভর্তি পরীক্ষার দিন সাথে আনতে হবে। ছবির পছনে ভর্তি পরীক্ষার রোল
নম্বর এবং নাম লিখে আনতে হবে এবং ছবি তার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে। সত্যায়িত
ছবি ছড়া কাউকে ভর্তি পরীক্ষা দিতে দেওয়া হবে না।
ভর্তি পরীক্ষার
নম্বর ও মূল্যায়নঃ
১৫০ নম্বরের
(শুধুমাত্র বি.এসসি.আর্কিটেকচার এর জন্য ২০০) উপর মেধাস্কোর করে প্রার্থী নির্বাচন
করা হবে। তন্মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর MCQ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত
গ্রেড অনুসারে যথক্রমে ২০% ও ৩০% = ৫০ নম্বর (মোট ১৫০ নম্বর) থাকবে। বি.এসসি
আর্কিটেকচারের জন্য অতিরিক্ত ৫০ নম্বরের মুক্ত হস্তে Drawing
সহ মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাস্কোর
করা হবে।
ভর্তি সংক্রান্ত
অন্য কোন তথ্য জানতে চাইলে ০১৭২৯২৬৬২৪৪-৬ হটলাইনে এবং info@hstu.ac.bd তে যোগাযোগ করা যাবে।
এছড়াও ভর্তি
পরীক্ষার সিট প্ল্যান, রেজাল্ট ও অন্যান্য তথ্য এই ওয়েবসইট www.uniadmissionbd.blogspot.com
ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যবে।
No comments:
Post a Comment