পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Admission Notice 2015-16. www.pust.ac.bd. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি নোটিশ, সিট প্ল্যান, পরীক্ষার সময়, পরীক্ষার রেজাল্ট এখানেই প্রকাশ করা হয়। Pabna University of Science and Technology Admission Notice, Sit plan, Exam date and Time, Admission Result 2015-16 of all units will be found here. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ৪ বছর মেয়াদি স্নাতক (ইঞ্জিনিয়ারিং) ও স্নাতক (সম্মান) এবং ৫ বছর মেয়াদী ব্যাচেলর অব আর্কিটেকচার ও বি.ফার্ম (প্রফেশনাল) কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে
ভর্তির গুরুত্বপূর্ণ সময়সীমাঃ
অনলাইনে আবেদন শুরু, ২৭ সেপ্টেম্বর, ২০১৫
অনলাইনে আবেদন শেষ, ২৫ অক্টোবর, ২০১৫
ভর্তি পরীক্ষার তারিখ, ১৩ নভেম্বর, ২০১৫
ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ১৫ নভেম্বর, ২০১৫
ফরমের মূল্যঃ
A1, B, C ইউনিট ৭০০/=
A2 ইউনিট ৮০০/=
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের
আবেদনের যোগ্যতাঃ
ক) ২০১২ ও ২০১৩
সালের এসএসসি/সমমান এবং ২০১৪ ও ২০১৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ
শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
খ) A1
এবং
A2 ইউনিটঃ আবেদনের সর্বনিম্ন
গ্রেড পয়েন্ট ৮.৫০ (৪র্থ বিষয়সহ) এবং এসএসসি ও এইচএসসি এর প্রতিটিতে কমপক্ষে গ্রেড
পয়েন্ট ৪.০০ থাকতে হবে।এছাড়া এইচএসসি/সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত
বিষয়ে পৃথকভাবে গ্রেড পয়েন্ট ৪.০০ থাকতে হবে।
B ইউনিটঃ আবেদনের
সর্বনিম্ন গ্রেড পয়েন্ট ৮.০০ (৪র্থ বিষয়সহ) এবং এসএসসি ও এইচএসসি এর প্রতিটিতে
কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫০ থাকতে হবে। তবে গণিত, পদার্থবজ্ঞান ও রসায়ন বিভাগে
ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে, পরিসংখ্যান বিভাগে ভর্তির ক্ষেত্রে
গণিত/পরিসংখ্যান বিষয়ে এবং ফার্মেসি বিভাগে ভর্তির ক্ষেত্রে রসায়ন এবং জীববিজ্ঞান
বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ থাকতে হবে।
C ইউনিটঃ আবেদনের ক্ষেত্রে
মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীদের সর্বনিম্ন গ্রেড পয়েন্ট ৭.৫০
(৪র্থ বিষয়সহ) এসএসসি ও এইচএসসি এর প্রতিটিতে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫০ থাকতে
হবে। বিজ্ঞান বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীদের সর্বনিম্ন গ্রেড পয়েন্ট ৮.০০ এবং
এসএসসি ও এইচএসসি প্রতিটিতে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫০ থাকতে হবে।
আবেদনের নিয়মাবলীঃ
ক) আবেদনের জন্য
টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে PUST
<স্পেস> HSC
শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর
<স্পেস> HSC পরীক্ষার রোল নম্বর <স্পেস> HSC পাশের সাল SSC শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর
SSC পরীক্ষা রোল
নম্বর <স্পেস>
SSC পাশের সাল
<স্পেস> কাঙ্খিত ইউনিটের কী ওয়ার্ড (A1/A2/B/C) লিখে ১৬২২২ নম্বরে SMS
করতে হবে।
উদাহরণঃ PUST
DHA 123456 2015 DHA 123456 2013 A1.
উদাহরণটি ঢাকা
বোর্ডের এবং A1 ইউনিটের জন্য। এখানে 123456 এর জায়গায় যথাক্রমে আবেদনকারীর নিজের HSC
এবং SSC পরীক্ষার রোল নম্বর দিতে হবে।
খ) SMS
টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS
এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও
একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আবেদনকারীকে আরেকটি SMS
পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি
জানানোর জন্য প্রথমে PUST <স্পেস> YES <স্পেস> PIN নম্বর <স্পেস> মোবাইল ফোন নম্বর লিখে ১৬২২২ নম্বরে
SMS পাঠাতে হবে।
উদাহরণঃ PUST
YES 654321 01XXXXXXXX.
উল্লেখ্য, সম্মতি
জানিয়ে SMS পাঠালেই কেবল আবেদনকারীর মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি বাবদ টাকা কেটে
নেওয়া হবে এবং একটি SMS এর মাধ্যমে সাথে সাথেই ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে
দেয়া হবে।
কোটায়
ভর্তিচ্ছুদের ক্ষেত্রেঃ
নির্দিষ্ট কোটায়
আবেদন করতে নিম্নোক্ত উদাহরণ অনুযায়ী ১৬২২২ নম্বরে SMS করতে হবে।
উদাহরণঃ PUST
DHA 123456 2015 DHA 123456 2013 A1 FFQ.
নির্দিষ্ট
কোটাসমূহঃ মুক্তিযোদ্ধা কোটা (FFQ), উপজাতি/আদিবাসি কোটা (TQ) এবং প্রতিবন্ধী কোটা (DQ).
আবেদনকারী প্রাপ্ত
পরীক্ষার রোল ও পিন নিজে সংরক্ষণ করবে।
পরীক্ষা পদ্ধতিঃ
ক) ১০০ নম্বরের
ভর্তি পরীক্ষার মধ্যে ৯০ নম্বর MCQ পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল হতে
(৪+৬)= ১০ নম্বর যোগ হবে।
খ) A2 ইউনিটের ক্ষেত্রে ৯০ নম্বর
MCQ পরীক্ষা A1 ইউনিটের সাথে অভিন্ন প্রশ্নপত্রে একই
সময়ে (বিকেল ৩.৩০ থেকে বিকাল ৪.৩০) অনুষ্ঠীত হবে। বাকী ৩০ মিনিট ড্রইং পরীক্ষা
অনুষ্ঠীত হবে।
গ) MCQ
পরীক্ষায় পাশ নম্বর ৩৬।
ঘ) ভর্তি পরীক্ষায়
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
ভর্তি পরীক্ষার
দিনে আবেদনকারীর করণীয়ঃ
ক) শিক্ষার্থীদের
ভর্তি পরীক্ষার দিনে তার এইচএসসি/সমমান এর মূল রেজিস্ট্রেশন কার্ড ও এর দুই কপি
সত্যায়িত ফটোকপি সহ দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবির পিছনে
পরীক্ষার্থীর নাম, SMS এর মাধ্যমে প্রাপ্ত রোল নম্বর বাংলায় ও ইংরেজিতে লিখে উক্ত
ছবি দুটির প্রত্যেকটি পৃথকভাবে ফটোকপকৃত রেজিস্ট্রেশন কার্ডের বামদিকে উপরে
স্ট্যাপলার পিন দিয়ে সংযুক্ত করে অবশ্যই সঙ্গে আনতে হবে। রেজিস্ট্রেশন কার্ডের
ফটোকপির উপরের অংশে উক্ত রোল নম্বর বাংলা ও ইংরেজিতে লিখতে হবে।
খ) এইচএসসি/সমমান
পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ব্যতীত কোন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে
দেয়া হবে না।
গ) পরীক্ষার হলে
মোবাইল ফোন এবং সকল প্রকার ক্যালকুলেটর ও ইলেক্ট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ
নিষিদ্ধ।
ভর্তি পরীক্ষা
সংক্রান্ত যাবতীয় তথ্য এই ওয়েবসাইট www.uniadmissionbd.blogspot.com
ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। আরো জানতেঃ
০১৫৫৭৭৩০৭৩১, ০১৫৫৭৭৩০৭৩২-৪।
No comments:
Post a Comment