Saturday, October 3, 2015

Bangladesh University of Textiles (BUTEX) Admission Notice, Circular & All Information 2015-16





বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের Admission Notice 2015. www.butex.edu.bd. বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি নোটিশ, সিট প্ল্যান, পরীক্ষার সময়, পরীক্ষার রেজাল্ট এখানেই প্রকাশ করা হয়। Bangladesh University of Textiles Admission Notice, Sit plan, Exam date and Time, BUTEX Admission Result 2015-16 of all units will be found here. বি. এস. সি. ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে লেভেল-১ এ ভর্তি কার্যক্রম ২০ নভেম্বর ২০১৫ শুরু হবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মোট ৪১০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি ২০১৫-১৬ এর গুরুত্বপূর্ণ সময়সীমাঃ

          অনলাইনে আবেদন শুরু, ১ অক্টোবর, ২০১৫

অনলাইনে আবেদন শেষ, ৩১ অক্টোবর, ২০১৫

ভর্তি পরীক্ষা, ২০ নভেম্বর, ২০১৫

ফলাফল প্রকাশ, ৩০ নভেম্বর, ২০১৫

বিভাগ অনুযায়ি আসন সংখ্যাঃ
ক) ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং= ৮০
খ) ফেব্রিক ইঞ্জিনিয়াইং= ৮০
গ) ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং= ৮০
ঘ) এপারেল ইঞ্জিনিয়ারিং= ৮০
) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট= ৬০
চ) টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন= ৩০
ছ) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং= ৩০
জ) টক্সটাইল মেশিন ডিজাইন এন্ড মেইনটেন্স= ৩০

ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের নূন্যতম যোগ্যতাঃ
১। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিকত্ব গ্রহণে বাংলাদেশী হতে হবে।

২। আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাশ অথবা বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরিক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।

৩। (ক) ২০১৫ সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এইচ. এস. সি. কিংবা উহার সমমানের পরীক্কায় গ্রেটিং পদ্ধাতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.০০ সহ গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজী বিষয়ে সর্বমোট কমপক্ষে ১৬.০০ গ্রেড পয়েন্ট এবং উপরোক্ত প্রত্যেকটি বিষয়ে আলাদাভাবে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫০ পেতে হবে।
খ) ২০১৪ সালে পাশ করা শিক্ষার্থীদের উপরোক্ত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে।

৪। GCE ‘O’ লেভেল এবং ‘A’ লেভেল পাশ করা শিক্ষার্থীদের ক্ষেত্রে GCE ‘O’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি পেপারে গড়ে ‘B’ এবং BCE ‘A’ লেভেল পরীক্ষায় Physics, Chemistry, Mathematics  English Language  এ গড়ে ‘B’ গ্রেড পেয়ে পাশ করতে হবে। কোন বিষয়ে ‘D’ গ্রেড গ্রহণযগ্য হবে না। Equivalence Certificate প্রাপ্তির জন্য ১০০০/- (এক হাজার) টাকা অর্থ ও হিসাব দপ্তরে নগদ প্রদানপূর্বক ‘O’ লেভেল এবং ‘A’ লেভেল পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড, নম্বরপত্র ও সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি সহ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে ২০/১০/২০১৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

SMS পদ্ধতিতে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়াঃ
১। ভর্তি পরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে ম্যাসেজ অপশনে গিয়ে BUT <স্পেস> এইচ. এস. সি. শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> এইচ. এস. সি. পরীক্ষার রোল নম্বর <স্পেস> এইচ. এস. সি. পাসের সাল <স্পেস> এস. এস. সি. শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> এস. এস. সি. পরীক্ষার রোল নম্নর <স্পেস> এস. এস. সি. পাশের সাল লিখে ১৬২২২ নম্বরে SMS করতে হবে। উদাহরণঃ BUT DHA 123456 2015 DHA 123456 2013.
উদাহরটি ঢাকা বোর্ডের জন্য। এখানে ১২৩৪৫৬ এর জায়গায় যথক্রমে এইচ. এস. সি. এবং এস. এস. সি. পরীক্ষার রোল নম্বর দিতে হবে।কেউ ২০১৪ সালে এইচ. এস. সি. পাশ করে থাকলে ২০১৫ এর জায়গায় ২০১৪ লিখতে হবে।

২। উপরের SMS টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আবেদনকারীকে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে BUT <স্পেস> YES <স্পেস> PIN নম্বর <স্পেস> আবেদনকারীর মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে।

উদাহরণঃ BUT YES 87654321 01XXXXXXXXX.
এই উদাহরণের ৮৭৬৫৪৩২১ এর জায়গায় আবেদনকারীর নিজ PIN নম্বরটি বসতে হবে। উল্লেখ্য, সম্মতি জানিয়ে SMS পাঠালেই কেবল আবেদনকারীর মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি ৬০০/- (ছয়শত) টাকা কেটে নেওয়া হবে, অন্যথায় কোন ফি কেটে নেওয়া হবে না।

৩। আবেদনকারীর টেলিটক প্রিপেইড মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার ফি কেটে নিয়ে SMS এর মাধ্যমে সাথে সাথেই ভর্তি পরীক্ষার রোল নম্বর, Username  password জানিয়ে দেওয়া হবে। একবার SMS করে আবেদন করলে তা আর প্রত্যাহার করা যাবে না। Confirmation Reply টি হবে এরকমঃ Congrats! Fee received for BUT admission: 2015-16. Admission Roll: 12345, Username: 87765432 Password: asdjf. For admit card, please visit: http://but.teletalk.com.bd. (Username, Password আলাদা কগজে লিখে সংরক্ষণ করতে হবে। হারালে admit card পাওয়া সম্ভব হবে না।)

৪। ‘O’/’A’ লেভেলের ক্ষেত্রে আবেদনকারীকে নিম্নোক্ত উদাহরণ অনুযায়ী ১৬২২২ নম্বরে SMS  করতে হবে।
উদাহরণঃ BUT GCE 123456 2015 এখানে 123456 এর জায়গায় আবেদনকারীকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় কতৃক প্রদত্ত Equivalence Certificate এর Candidate নম্বরটি বসাতে হবে।

কোটায় আবেদনের ক্ষেত্রেঃ
কোটায় ভর্তিচ্ছু আবেদনকারীর ক্ষেত্রে নির্দিষ্ট কোটায় আবেদন করতে নিম্নোক্ত উদাহরন অনুযায়ী ১৬২২২ নম্বরে SMS করতে হবে। নির্দিষ্ট কোটাঃ মুক্তিযোদ্ধা সন্তান কোটা (FFQ), উপজাতীয় কোটা (TQ)

প্রবেশপত্র সংগ্রহঃ
আবেদনকারী ফি জমাদানের পর প্রবেশপত্র প্রাপ্তির জন্য http://but.teletalk.com.bd এ ব্রাউজ করবেন। BUT  এডমিশন অপশনে ক্লিক করলে আবেদনকারী স্ব স্ব Username , password দিয়ে লগ ইন করলে আবেদনকারীর তথ্য প্রদর্শিত হবে এবং ছবি ও স্বাক্ষর আপলোড এর অপশন পাওয়া যাবে। নির্ভুলভাবে সাবমিট করলে আবেদকারী তাৎক্ষণিকভাবে ছবি ও স্বাক্ষর সম্বলিত প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবে।

Photo & Signature upload:
Photo (দৈর্ঘ্য X প্রস্থ) 300 X 300 pixel এবং এই ছবির ফাইল সাইজ 100kb এর বেশী বাঞ্চনীয় নয়। সাদা কালো ছবি গ্রহণযোগ্য নয়। Signature ক্ষেত্রে (দৈর্ঘ্য X প্রস্থ) 300 X 80 Pixel এবং এই ছবির ফাইল সাইজ 60kb এর বেশি বাঞ্চনীয় নয়।

আবেদন ফিঃ আবেদন ফি ৬০০/-(ছয়শত) টাকা।

পরীক্ষার বিষয়সমুহ ও নম্বরঃ
গণিত- ৬০, পদার্থ- ৬০, রসায়ন- ৬০ এবং ইংরেজি- ২০; মোট ২০০ নম্বর।

ভর্তি পরীক্ষা নিম্নবর্ণিত নিয়মাবলী অনুযায়ী অনুষ্ঠীত হবেঃ
১। ভর্তি পরীক্ষা ২০১৪ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহ কর্তৃক পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠীত হবে।
২। MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
৩। প্রশ্ন পত্রে ১০০টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের নম্বর হবে ২, প্রতি প্রশ্নে ৪টি উত্তরের Option থাকবে এবং পরীক্ষার সময় হবে ১ ঘন্টা ২০ মিনিট।
৪। প্রশ্ন বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে থাকবে।
৫। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
৬। ভর্তি পরীক্ষার সময় কোন ধরনের ক্যালকুলেটর এবং ইলেক্ট্রনিক্স সীম/ডিভাইজ যুক্ত ঘড়ি, কলম, মোবাইল, বা অন্যান্য উপকরণ সঙ্গে রাখা ও ব্যবহার করা যাবে না।
৭। পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার উত্তরপত্রে (OMR শিট) কালো বলপেন দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বরসহ সংশ্লিষ্ট ঘরসমূহ ইংরেজিতে পূরণ করতে হবে।
৮। কোন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

ফলাফল প্রকাশঃ
ভর্তি পরিক্ষার ফলাফল এই ওয়েব সাইট (www.uniadmissionbd.blogspot.com) ও অত্র বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ডে প্রকাশ করা হবে।

No comments:

Post a Comment