Tuesday, October 13, 2015

Rajshahi University of Engineering and Technology (RUET) Admission Notice, Circular & All Information 2015-16.



রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Admission Notice 2015-16. www.ruet.ac.bd. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি নোটিশ, সিট প্ল্যান, পরীক্ষার সময়, পরীক্ষার রেজাল্ট এখানেই প্রকাশ করা হয়। Rajshahi University of Engineering and Technology Admission Notice, Sit plan, Exam date and Time, Admission Result 2015-16 of all units will be found here. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) কোর্সের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। মোট ৪টি অনুষদ থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠীত হবে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুরুত্বপূর্ণ সময়সীমাঃ

          অনলাইনে আবেদন শুরু, ৪ অক্টোবর, ২০১৫

অনলাইনে আবেদন শেষ, ১৭ অক্টোবর, ২০১৫

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ, ২৮ অক্টোবর, ২০১৫

ভর্তি পরীক্ষার তারিখ, ১৪ নভেম্বর, ২০১৫

ফলাফল প্রকাশ, ২৫ নভেম্বর, ২০১৫

ভর্তি পরীক্ষার আবেদন ফিঃ
KA ইউনিটঃ- ইঞ্জিনিয়ারিং বিভাগ সমুহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ= ৭০০/-
KHA ইউনিটঃ- ইঞ্জিনিয়ারিং বিভাগ সমুহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ= ৮০০/-

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতাঃ
ক) প্রার্থীকে ২০১২ বা তৎপরবর্তী সালের SSC অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০ পেয়ে পাশ হতে হবে।

খ) প্রার্থীকে ২০১৫ সালের HSC অথবা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি-এই চারটি বিষয়ে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৮.৫ এবং উল্লেখিত বিষয়গুলোর মধ্যে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথকভাবে প্রত্যেক বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০ ও ইংরেজিতে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫ পেয়ে পাশ হতে হবে।

গ) প্রার্থী GCE ‘O’ এবং ‘A’ level পাশ করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE ‘O’ level পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে B গ্রেড এবং নভেম্বর ২০১৪ সালের পরে GCE ‘A’ level পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ হতে হবে।

ঘ) কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়নকাল থাকা স্বাপেক্ষে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৫ সালের এইচএসসি/সমমানের পরীক্ষায় (খ) এ উল্লিখিত গ্রেড পেয়ে পাশ করতে হবে। উক্ত ক্ষেত্রে গ্রেড-এর সমতুল্য Numerical Value এর মান সম্পর্কে উপযুক্ত কতৃক প্রত্যয়নকৃত সনদপত্রের কপি জমা দিতে হবে।

SMS পদ্ধতিতে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়াঃ
ক) টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের Message অপশনে গিয়ে RUET লিখে স্পেস দিয়ে  HSC শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে HSC পরীক্ষার রোল নম্বর স্পেস দিয়ে HSC পাশের সাল স্পেস দিয়ে SSC শিক্ষাবোর্ডের নামের প্রথম অক্ষর স্পেস SSC পরীক্ষার রোল নম্বর স্পেস SSC পাশের সাল স্পেস কাঙ্খিত গ্রুপ এর কী ওয়ার্ড (ka/kha) লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
উদাহরণঃ RUET DHA 123456 2015 DHI 654321 2013 KA.

উদাহরণটিতে DHA এর জায়গায় নিজ বোর্ডের কী ওয়ার্ড, 123456 এর জায়গায়  HSC রোল নম্বর এবং 654321 এর জায়গায় SSC রোল নম্বর দিতে হবে।  

সংরক্ষিত আসনে আবেদনের জন্য: RUET DHA 123456 2015 DHA 654321 2013 KA TRI.     

খ) উপরের SMS টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন 16222 নম্বরে আর একটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে RUET লিখে স্পেস দিয়ে YES  লিখে স্পেস দিয়ে PIN লিখে স্পেস দিয়ে আবেদনকারীর যোগাযোগের জন্য নিজ ফোন নম্বর লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
উদাহরণঃ  RUET YES 654321 01xxxxxxxxx.
এখানে 654321 এর স্থলে আবেদনকারীর নিজ  PIN01xxxxxxxxx এর জায়গায় নিজ ফোন নম্বর দিতে হবে।
সম্মতি জানিয়ে SMS পাঠালেই কেবল উক্ত মোবাইল ফোন থেকে প্রয়োজনীয় (KA গ্রুপের জন্য ৭০০/= অথবা KH গ্রুপের জন্য ৮০০/=) টাকা কেটে নেওয়া হবে এবং আবেদন গৃহীত হবে। ফিরতি SMS এর মাধ্যমে সাথে সাথেই একটি ফরম নম্বর জানিয়ে দেয়া হবে যা আবেদনকারীকে সংরক্ষণ করতে হবে।

গ) সকল বৈধ আবেদনকারীর মধ্যে থেকে HSC পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি-এই চারটি বিষয়ে প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে। এ তালিকা থেকে প্রথম ৬০০০ জন প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। তবে ৬০০০ তম প্রার্থীর সমান উপরোক্ত ৪টি বিষয়ে মোট গ্রেড পয়েন্ট প্রাপ্ত সকল প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুজগ পাবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদেরকে তাদের ফরম নম্বরের বিপরীতে রোল নম্বর জানিয়ে দেয়া হবে (বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও SMS এর মাধ্যমে)। পরবর্তি যোগাযোগের জন্য আবেদনকারীকে ভর্তি পরীক্ষার রোল নম্বর সংরক্ষন করতে হবে।

GEC ‘O’ ‘A’ level এবং বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্র-ছাত্রীরা SMS এর মাধ্যমে আবেদন করতে পারবে না। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত আবেদনপত্র পূরণ করতে হবে। সভাপতি, ভর্তি কমিটি, রূয়েট এর অনুকূলে শুধুমাত্র রূপালী/সোনালী/জনতা/অগ্রণী ব্যাংক-এর যে কোন শাখা থেকে প্রয়োজনীয় (KA গ্রুপের জন্য ৭০০/- অথবা KHA গ্রুপের জন্য ৮০০/-) টাকার ব্যাংক ড্রাফট করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতেঃ রেজিষ্ট্রার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৪ বরাবর নির্দিষ্ট সময়ের মধ্যে পৌছাতে হবে। আবেদনপত্রের সাথে অবশ্যই সকল ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে এবং খামের উপর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনপত্র উল্লেখ করতে হবে।

প্রবেশপত্রঃ
ভর্তি পরীক্ষার দিন প্রার্থীর HSC/সমমানের পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রার্থীর একটি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সত্যায়িত ছাড়া) ফটোকপিকৃত রেজিষ্ট্রেশন কার্ডের ফাঁকা জায়গায় আঠা দ্বারা পেস্ট করে অবশ্যই সঙ্গে আনতে হবে। ফটোকপিকৃত রেজিষ্ট্রেশন কার্ডের উপর ভর্তি পরীক্ষার রোল নম্বর বাংলায় লিখে আনতে হবে। অন্যথায় তাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
উল্লেখ্য যে, ভর্তি পরীক্ষার জন্য কোনরূপ প্রবেশপত্র ইস্যু করা হবে না। এ ছাড়াও সংরক্ষিত আসনের প্রার্থীকে ভর্তি পরীক্ষার দিন হল পরিদর্শকের নিকট ক্ষুদ্র জাতি গোষ্ঠীত্বের সনদের সত্যায়িত ফটোকপি অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় ভর্তির প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।

গুরূত্বপূর্ণ তথ্যাবলীঃ
ক) ভর্তি পরীক্ষা সম্পূর্ন লিখিত পরীক্ষার ভিত্তিতে হবে। ২০১৫ সালের HSC পরীক্ষার পাঠ্যসূচীর ভিত্তিতে গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে প্রতিটির উপর ১০০ নম্বর এবং ইংরেজি এর উপর ৫০ নম্বরসহ মোট ৩৫০ নম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠীত হবে। আর্কিটেকচার বিভাগের প্রার্থীদের জন্য উপরিউক্ত ৩৫০ নম্বরে পরীক্ষাসহ অতিরিক্ত ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠীত হবে।

খ) পরীক্ষা হলে ক্যালকুলেটর ছাড়া অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ।

ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য এই ওয়েবসাইট www.uniadmissionbd.blogspot.com  ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। আরো তথ্যর জন্য  যোগাযোগ; ০১৫৫৫৫৫৫০২১ ও ০১৫৫৫৫৫৫০২২।

1 comment: