কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের Admission Notice 2015. www.cou.ac.bd. কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি নোটিশ, সিট প্ল্যান, পরীক্ষার সময়, পরীক্ষার রেজাল্ট এখানেই প্রকাশ করা হয়। Comilla University Admission Notice, Sit plan, Exam date and Time, Comilla University Admission Result 2015-16 of all units will be found here. কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেনীর ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আলাদা আলাদা ইউনিটের ভর্তি পরীক্ষা আলাদা দিন ও তারিখে অনুষ্ঠীত হবে। A, B & C সকল ইউনিটের আবেদন ফি ৫০০/=
কুমিল্লা
বিশ্ববিদ্যালয় ভর্তি ২০১৫-১৬ এর গুরুত্বপূর্ণ সময়সীমাঃ
অনলাইনে আবেদন শুরু, ১ অক্টোবর, ২০১৫
অনলাইনে আবেদন শেষ, ২০ অক্টোবর, ২০১৫
ভর্তি পরীক্ষার তারিখ, ৪ ও ৫ ডিসেম্বর, ২০১৫
ভর্তি পরীক্ষার রেজাল্ট,
আবেদনের যোগ্যতাঃ
২০১৪/১৫ সালে
অনুষ্ঠিত এইচএসসি/আলিম/সমমানের পরীক্ষায় এবং ২০১২/১৩ সালে অনুষ্ঠিত
এসএসসি/দাখিল/সমমান পরীক্ষাতে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা নিম্নবর্ণিত শর্ত পূরণ
সাপেক্ষে আবেদন করতে পারবেন।
বিজ্ঞান/সমমান
শাখা থেকে উত্তির্ণ ছাত্র/ছাত্রীদের এস.এস.সি ও এইচ.এস.সি/সমমান (চতুর্থ বিষয়সহ) উভয় পরীক্ষায়
মোট জিপিএ ৭.৫০ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩.০০ পেতে হবে। A
ইউনিটের বিষয় সমূহের মধ্যে গণিত, সিএসই,
আইসিটি, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য এইচ.এস.সি পর্যায়ে গণিত-এ জিপিএ
৩.০০ থাকতে হবে। (ফার্মেসীতে ভর্তিচ্ছুকদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রসায়ন ও
জীববিদ্যায় জিপিএ ৩.৫০ থাকতে হবে)।
মানবিক/সমমান শাখা
থেকে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের এস.এস.সি ও এইচ.এস.সি/সমমান (চতুর্থ বিষয়সহ) উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ এবং
উভয় পরীক্ষায় পৃথকভাবে নুন্যতম জিপিএ ৩.০০ পেতে হবে। ইংরেজিতে ভর্তিচ্ছুদের
উচ্চমাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে (A-) এবং অর্থনীতিতে ভর্তিচ্ছুদের উচ্চমাধ্যমিকে অর্থনীতি, গনিত
অথবা পরিসংখ্যান থাকতে হবে।
উল্লেখ্য যে, B
ইউনিটে বিজ্ঞান/বাণিজ্য/সমমান বিভাগের
ছত্র/ছাত্রীদের আবেদন করতে এস.এস.সি ও এইচ.এস.সি/সমমান (চতুর্থ বিষয়সহ) উভয়
পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে নুন্যতম জিপিএ ৩.০০ পেতে হবে।
ব্যবসায়
শিক্ষা/ডিপ্লোমা-ইন-কমার্স/কারিগরি/সমমান শাখা থেকে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের এস.এস.সি ও এইচ.এস.সি/সমমান (চতুর্থ
বিষয়সহ) উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে নুন্যতম জিপিএ
৩.০০ পেতে হবে।
উল্লেখ্য যে,
C ইউনিটে
বিজ্ঞান/সমমান বিভাগের ছাত্র/ছাত্রীদের আবেদন করতে এস.এস.সি ও এইচ.এস.সি/সমমান (চতুর্থ
বিষয়সহ) উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে নুন্যতম জিপিএ
৩.০০ পেতে হবে এবং মানবিক/সমমান বিভাগের ছাত্র/ছাত্রীদের আবেদন করতে এস.এস.সি ও
এইচ.এস.সি/সমমান (চতুর্থ বিষয়সহ) উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ এবং উভয় পরীক্ষায়
পৃথকভাবে নুন্যতম জিপিএ ৩.০০ পেতে হবে।
জি.সি.ই লেভেলে- ‘O’ লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং ‘A’ লেভেল পরীক্ষায় নুন্যতম ২টি বিষয়ে
উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ‘B’ গ্রেড পেতে হবে।
SMS এর মাধ্যমে আবেদনের নিয়মাবলীঃ
১। ভর্তি পরীক্ষার
আবেদনের জন্য একটি টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে ম্যাসেজ অপশনে গিয়ে COU
<স্পেস> এইচ. এস. সি. শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> এইচ. এস. সি. পরীক্ষার রোল নম্বর <স্পেস> এইচ. এস. সি. পাসের
সাল <স্পেস> এস. এস. সি. শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
<স্পেস> এস. এস. সি. পরীক্ষার রোল নম্নর <স্পেস> এস. এস. সি. পাশের সাল লিখে কাঙ্খিত গ্রুপের কি-ওয়ার্ডটি লিখে ১৬২২২ নম্বরে SMS
করতে হবে।
উদাহরণঃ COU
DHA 123456 2015 DHA 123456 2013 A.
উদাহরটি ঢাকা
বোর্ডের জন্য। এখানে ১২৩৪৫৬ এর জায়গায় যথক্রমে এইচ. এস. সি. এবং এস. এস. সি. পরীক্ষার রোল নম্বর দিতে হবে। কেউ ২০১৪ সালে এইচ. এস. সি. পাশ করে থাকলে ২০১৫ এর জায়গায় ২০১৪ লিখতে হবে।
২। উপরের SMS
টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS
এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও
একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আবেদনকারীকে আরেকটি SMS
পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর
জন্য প্রথমে COU <স্পেস> YES <স্পেস> PIN নম্বর <স্পেস> আবেদনকারীর মোবাইল নম্বর লিখে ১৬২২২
নম্বরে SMS পাঠাতে হবে।
উদাহরণঃ COU
YES 87654321 01XXXXXXXXX.
এই উদাহরণের
৮৭৬৫৪৩২১ এর জায়গায় আবেদনকারীর নিজ PIN নম্বরটি বসতে হবে। উল্লেখ্য, সম্মতি জানিয়ে SMS পাঠালেই কেবল আবেদনকারীর মোবাইল ফোন
থেকে ভর্তি পরীক্ষার ফি ৫০০/- (পাঁচশত) টাকা কেটে নেওয়া হবে, অন্যথায় কোন ফি কেটে
নেওয়া হবে না।
‘O’/’A’ লেভেলের ক্ষেত্রে আবেদনকারীকে নিম্নোক্ত উদাহরণ অনুযায়ী ১৬২২২ নম্বরে SMS
করতে হবে।
উদাহরণঃ COU
GCE 123456 2015 A। এখানে 123456 এর জায়গায় আবেদনকারীকে A Level এর নিজ নিজ Candidate নম্বরটি বসাতে হবে।
কোটায় আবেদনের
ক্ষেত্রেঃ
কোটায় ভর্তিচ্ছু
আবেদনকারীর ক্ষেত্রে নির্দিষ্ট কোটায় আবেদন করতে নিম্নোক্ত উদাহরন অনুযায়ী ১৬২২২২
নম্বরে SMS করতে হবে। নির্দিষ্ট কোটা মুক্তিযোদ্ধা সন্তান কোটা (FFQ),
উপজাতীয় কোটা (TQ), শারীরিক প্রতিবন্ধী
(PDQ), পোষ্য (WQ)।
উদাহরণঃ COU
DHA 123456 2015 DHA 123456 2013 A FFQ.
প্রবেশপত্র
ডাউনলোডঃ
আবেদনকারীকে
প্রবেশপত্র ডাউনলোডের জন্য SMS এর মাধ্যমে জানানো হবে। প্রবেশপত্রের জন্য প্রথমে এক কপি Passport
Siege Photo
(দৈর্ঘ্য X প্রস্থ) 300 X 300 pixel এবং এই ছবির ফাইল সাইজ 100kb
এর বেশী বাঞ্চনীয় নয়। সাদা কালো ছবি
গ্রহণযোগ্য নয়। Signature ক্ষেত্রে (দৈর্ঘ্য X প্রস্থ) 300 X 80 Pixel এবং এই ছবির ফাইল সাইজ 60kb এর বেশি বাঞ্চনীয় নয়। স্ক্যান করে দুটি আলাদা ফাইল তৈরি করে
রাখতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করতে http://cou.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে SMS
এর মাধ্যমে আবেদন করার সময় প্রাপ্ত
সংশ্লিষ্ট ইউনিটের User ID এবং Password ইনপুট দিতে হবে। ইনপুট সঠিখ হলে ছবি ও স্বাক্ষর আপলোড করার
অপশন পাওয়া যাবে।
সফলভাবে উক্ত
প্রক্রিয়া সম্পন্ন হলে প্রবেশপত্র প্রিন্ট অপশন পাওয়া যাবে। তখন আবেদনকৃত ইউনিটের
০২ কপি প্রিন্ট নিতে হবে। প্রার্থী পরীক্ষার হলে ০২ কপি প্রবেশপত্র নিয়ে আসবে যার
০১ কপি নিজের কাছে রাখবে এবং অন্য কপি পরীক্ষার হলে সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট জমা
দিবে।
ভর্তি পরীক্ষার
দিনে আবেদনকারীর করণীয়ঃ
(ক) ভর্তি
পরীক্ষার দিন প্রত্যেক ইউনিটের জন্য দুই কপি পাসপোর্ট সাইজের ছবির পিছনে নাম ও
প্রদত্ত ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে অবশ্যই সঙ্গে আনতে হবে।
(খ) ভর্তি পরীক্ষা
১ ঘন্টা সময়ের ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে গ্রহণ করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫
নম্বর কাটা যাবে।
নম্বর বন্টন
প্রণালীঃ
A
ইউনিট= ইংরেজি-১৫, বাংলা-১০, পদার্থবিজ্ঞান-২৫, রসায়ন-২৫, এবং গণিত/জিব
বিজ্ঞান-২৫।
B
ইউনিট= ইংরেজি-২৫, বাংলা-২৫, সাধারণ জ্ঞান-১০, এবং কলা ও সামাজিক বিজ্ঞান
বিষয়াবলী/বিজ্ঞান বিষয়াবলী/ব্যবসায় শিক্ষা বিষয়াবলী-৪০।
C ইউনিট= ইংরেজি-২০, বাংলা-১০, হিসাববিজ্ঞান-২৫, ব্যবসায় পরিচিতি ও ব্যাংকিং-২৫,
Analytical Ability & Critical Reasoning-২০।
বিজ্ঞান এবং
মানবিক বিভাগ থেকে C ইউনিট= ইংরেজি-২০, বাংলা-১০, সাধারণ জ্ঞাণ-১০, এবং গণিত-৬০ নম্বর।
No comments:
Post a Comment