বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের Admission Notice 2015-16. www.brur.ac.bd. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি নোটিশ, সিট প্ল্যান, পরীক্ষার সময়, পরীক্ষার রেজাল্ট এখানেই প্রকাশ করা হয়। Begum Rokeya University Admission Notice, Sit plan, Exam date and Time, Admission Result 2015-16 of all units will be found here. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। মোট ৬টি অনুষদের ২১টি বিভাগের ভর্তি পরীক্ষা আলাদা দিন ও তারিখে অনুষ্ঠীত হবে।
বিশ্ববিদ্যালয়ে
ভর্তির গুরুত্বপূর্ণ সময়সীমাঃ
অনলাইনে আবেদন শুরু, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
অনলাইনে আবেদন শেষ, ১৫ নভেম্বর, ২০১৫
ভর্তি পরীক্ষার তারিখ, ৬,৭,৮ ও ১০ ডিসেম্বর, ২০১৫
ভর্তি পরীক্ষার রেজাল্ট, ১৮ ডিসেম্বর, ২০১৫
আবেদনের যোগ্যতাঃ
১। ২০১৪/২০১৫ সনে
অনুষ্ঠিত এইচ. এস. সি. (সাধারণ/কারিগরি)/আলিম/ডিপ্লোমা-ইন কমার্স/সমমান এবং
২০১২/২০১৩ সনে অনুষ্ঠিত এস. এস. সি. (সাধারণ ও কারিগরি)/দাখিল বা সমমান
পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে।
২। ২০১২ সালের
পুর্বে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা
রেজিস্ট্রেশন করতে পারবে না।
৩। ইউনিটভিত্তিক
সর্বনিম্ন পয়েন্ট সমূহঃ (চতুর্থ বিষয়সহ)
A= (সকল বিভাগ) ৬.৫০।
B= মানবিক ৭.০০, বিজ্ঞান ৭.৫০, ব্যবসায় শিক্ষা ৭.৫০।
C= মানবিক ৬.৫০, বিজ্ঞান ৭.০০, ব্যবসায় শিক্ষা ৬.৫০।
D= বিজ্ঞান ৭.৫০।
E= বিজ্ঞান ৭.৫০।
F= বিজ্ঞান ৭.৫০, মানবিক/ব্যবসায় শিক্ষা ৭.০০।
৪। O-Level
এ ৩টি বিষয়ে কমপক্ষে B
গ্রেডসহ ৫টি বিষয়ে পাশ এবং A-Level
এ ২টি বিষয়ে কমপক্ষে B
গ্রেড থাকতে হবে। O-Level
ও A-Level পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্নপত্র
ইংরেজিতে হবে।
৫।ইংরেজি মাধ্যমে
পরীক্ষা দিতে ইচ্ছুক আবেদনকারীকে রেজিস্ট্রার বরাবর ১৫/১১/২০১৫ তারিখ অফিস
চলাকালীন সময়ের মধ্যে লিখিতভাবে আবেদন করতে হবে।
ভর্তি পরীক্ষার
রেজিস্ট্রেশন ফিঃ
A => কলা অনুষদ= ৪৪০/=
B => সামাজিক বিজ্ঞান অনুষদ= ৬০৫/=
C =>বিজনেস স্টাডিজ অনুষদ= ৪৯৫/=
D => বিজ্ঞান অনুষদ = ৪৯৫/=
E => প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ= ৩৮৫/=
F => জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ= ৩৮৫/=
ভর্তি পরীক্ষার
রেজিস্ট্রেশন প্রকৃয়াঃ
১। ভর্তি পরীক্ষার
আবেদনের জন্য একটি টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে ম্যাসেজ অপশনে গিয়ে BRUR
<স্পেস> এইচ. এস. সি. শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> এইচ. এস. সি. পরীক্ষার
রোল নম্বর <স্পেস> এইচ. এস. সি. পাসের সাল <স্পেস> এস. এস. সি. শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> এস. এস. সি. পরীক্ষার রোল নম্নর <স্পেস> এস. এস. সি. পাশের
সাল লিখে <স্পেস>
দিয়ে কাঙ্খিত ইউনিটের কোডটি (A/B/C/D/E/F) লিখে ১৬২২২ নম্বরে SMS করতে হবে।
উদাহরণঃ BRUR
DHA 123456 2015 DHA 123456 2013 A.
উদাহরটি ঢাকা
বোর্ডের জন্য। এখানে ১২৩৪৫৬ এর জায়গায় যথক্রমে এইচ. এস. সি. এবং এস. এস. সি.
পরীক্ষার রোল নম্বর দিতে হবে।কেউ ২০১৪ সালে এইচ. এস. সি. পাশ করে থাকলে ২০১৫ এর
জায়গায় ২০১৪ লিখতে হবে এবং A এর
জাগায় কাঙ্খিত ইউনিট কোড লিখতে হবে।
O/A লেভেলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের জন্য উপরের নিয়ম
অনুযায়ি 16222 নম্বরে SMS করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে বোর্ডের নামের জায়গায়
GCE লিখতে হবে।
উদাহরণঃ BRUR
GCE 123456 2015 A.
এখানে
123456 এর জায়গায়
আবেদনকারীর A লেভেলের Candidate নম্বরটি (শেষ Sitting এর) লিখতে হবে এবং A এর স্থলে প্রার্থীর কাঙ্খিত ইউনিট লিখতে হবে।
উপরের নিয়ম
অনুযায়ি SMS পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS-এ আবেদনকারীর নাম, রেজিস্ট্রেশন ফি ও একটি PIN
নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন 16222
নম্বরে আরেকটি SMS
পাটিয়ে সম্মতি জানাতে হবে।
সম্মতি জানানোর
জন্য প্রথমে BRUR লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN নম্বর লিখে স্পেস দিয়ে আবেদনকারীর যোগাযোগের জন্য নিজের ব্যবহিত
একটি মোবাইল নাম্বার লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
উদাহরণঃ
BRUR YES PIN 01XXXXXXXXX.
আবেদনকারীর টেলিটক
প্রিপেইড মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার ফি কেটে নিয়ে
SMS এর মাধ্যমে সাথে সাথেই ভর্তি পরীক্ষার রোল নম্বর, Username
ও password জানিয়ে দেওয়া হবে। একবার SMS
করে আবেদন করলে তা আর প্রত্যাহার করা
যাবে না।(Username, Password আলাদা কগজে সংরক্ষণ করতে হবে। হারালে admit
card পাওয়া সম্ভব হবে
না।)
প্রবেশপত্র
সংগ্রহের প্রকৃয়াঃ
টেলিটকের http://brur.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত স্থানে SMS
এর মাধ্যমে প্রাপ্ত User
ID ও
Password দিয়ে Submit করে ২ কপি প্রবেশপত্র ডাউনলোড করে কালার
প্রিন্ট করতে হবে। প্রিন্টকৃত প্রবেশপত্র দুটির ছবির স্থানে সদ্যতোলা পাসপোর্ট
সাইজের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে এবং স্বাক্ষরের নির্ধারিত স্থানে
পরীক্ষার্থীর স্বাক্ষর স্পষ্ট করে দিতে হবে।
পরীক্ষার্থীদের
পরীক্ষার হলে প্রবেশপত্র দুটি সঙ্গে আনতে হবে।
পরীক্ষা কেন্দ্রে
যা আনতে হবেঃ
ক) এইচ. এস. সি./সমমান
পরীক্ষার মুল রেজিস্ট্রেশন কার্ড।
খ)প্রবেশপত্র ২
কপি (প্রবেশপত্র দুটির এক কপি পরীক্ষার হলে সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট জমা দিতে
হবে এবং অন্য কপি নিজের কাছে রাখবে)।
পরীক্ষার হলে
মোবাইল ফোনসহ অন্য কোন রকমের ইলেক্ট্রনিক ডিভাইস যেমন ক্যালকুলেটর, হেডফোন,
মেমরিযুক্ত ঘড়ি ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না।
পরীক্ষা পদ্ধতিঃ
এইচ.এস.সি/সমমান
পরীক্ষার পাঠ্যসূচি, সাধারণ জ্ঞান (প্রযোজ্য ইউনিটের ক্ষেত্রে) ও আই.কিউ (প্রযোজ্য
ইউনিটের ক্ষেত্রে) হতে Multiple Choice of Questions (MCQ) পদ্ধতিতে ৮০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত
হবে। ৮০ নম্বরের জন্য সর্বমোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১ এবং
পরীক্ষার সময়কাল ১ ঘন্টা। MCQ পরীক্ষার পাস নম্বর ৪০। Negative Marking থাকবে না।
কোটায় ভর্তিঃ
১। মোট আসন
সংখ্যার শতকরা ৫ জন মুক্তিযোদ্ধা কোটা, শতকরা ১ জন নৃ-গোষ্ঠি, শতকরা ১ জন
প্রতিবন্ধী, শতকরা ১ জন পোষ্য, শতকরা ০.৫ জন হরিজন, এবং শতকরা ০.৫ জন হিজড়া কোটায়
ভর্তি করা হবে। এ সংখ্যা মোট আসন সংখ্যার অতিরিক্ত।
২। কোটায়
ভর্তিচ্ছু শিক্ষার্থীকে MCQ পরীক্ষার সময় OMR শীটে নির্ধারিত বৃত্ত ভরাট করতে হবে। মুক্তিযোদ্ধা কোটার
ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত নীতিমালা অনুসরণ করতে হবে।
ভর্তি পরীক্ষার
তারিখ, সময়, কেন্দ্রের নাম, ভবনের নাম, কক্ষ নং ও পরীক্ষা কেন্দ্র ইত্যাদি যাবতিয়
তথ্য যথাসময়ে এই ওয়েবসাইট www.uniadmissionbd.blogspot.com
এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও SMS
এর মাধ্যমে জানা যাবে।
No comments:
Post a Comment