Monday, October 19, 2015

Chittagong University Admission Notice, Circular & All Information 2015-16.



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের Admission Notice 2015. www.cu.ac.bd। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি নোটিশ, সিট প্ল্যান, পরীক্ষার সময়, পরীক্ষার রেজাল্ট এখানেই প্রকাশ করা হয়। Chittagong University Admission Notice, Sit plan, Exam date and Time, Chittagong University Admission Result 2015-16 of all units will be found here. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেনীর ভর্তি কার্যক্রম ১ নভেম্বর ২০১৫ শুরু হয়ে ৯ নভেম্বর ২০১৫ পর্যন্ত চলবে। আলাদা আলাদা ইউনিটের ভর্তি পরীক্ষা আলাদা দিন ও তারিখে অনুষ্ঠীত হবে। এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট ৩৬৩০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি ২০১৫-১৬ এর গুরুত্বপূর্ণ সময়সীমাঃ

          অনলাইনে আবেদন শুরু, ৭ সেপ্টেম্বর, ২০১৫

অনলাইনে আবেদন শেষ, ৩০ সেপ্টেম্বর, ২০১৫

A Unit ভর্তি পরীক্ষা, ১ নভেম্বর, ২০১৫

B1 Unit ভর্তি পরীক্ষা, ৮ নভেম্বর, ২০১৫

B2, B3, B4, B5, B6, B7 Unit ভর্তি পরীক্ষা, ৯ নভেম্বর, ২০১৫

C Unit ভর্তি পরীক্ষা, ৭ নভেম্বর, ২০১৫

D Unit ভর্তি পরীক্ষা, ৪ নভেম্বর, ২০১৫

E Unit ভর্তি পরীক্ষা, ৫ নভেম্বর, ২০১৫

F Unit ভর্তি পরীক্ষা, ৩ নভেম্বর, ২০১৫

G Unit ভর্তি পরীক্ষা, ২ নভেম্বর, ২০১৫


ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতাঃ
যে সকল ছাত্র/ছাত্রী ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় এবং ২০১৪ থেকে ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের নিম্নোবর্ণিত যোগ্যতা আছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

বিজ্ঞান অনুষদ (A Unit):
 এ অনুষদের অন্তর্গত বিভাগসমূহে ভর্তিচ্ছুদের মাধ্যমিক বা সমমান এবং বিজ্ঞান/কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যুনতম মোট জিপিএ ৬.২৫ থাকতে হবে; তবে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৩.০০ এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.৭৫ পেতে হবে।

কলা ও মানববিদ্যা অনুষদ (B Unit):
B1বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট এর অধীনে B.A (Honours) in Language & Linguistics কোর্সে ভর্তিচ্ছুদের মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যুনতম মোট জিপিএ ৫.৭৫ থাকতে হবে; তবে মাধ্যমিক বা সমমান ন্যুনতম জিপিএ ২.৭৫ এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.৫০ পেতে হবে।
B2 আরবি, ইসলামিক স্টাডিজ, B3 চারূকলা ইনস্টিটিউট, B4 পালি, B5 নাট্যকলা, এবং B6 সংস্কৃত, B8 সংগীত বিভাগে ভর্তিচ্ছুদেরও মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যুনতম জিপিএ ৫.২৫ থাকতে হবে। তবে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.৫০ এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.২৫ পেতে হবে।

B7 ইনস্টিটিউট অব এডুকেশন, রিচার্স এন্ড ট্রেনিং (আইইআরটি)-এ বি.এড সম্মান কোর্সে ভর্তির যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক B7H মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যুনতম জিপিএ ৫.৭৫ থাকতে হবে; তবে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.৭৫ এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.৫০ পেতে হবে।

উচ্চ মাধ্যমিক B7C ব্যবসয় শিক্ষা/B7S বিজ্ঞান শাখা থেকে উত্তির্ণ শিক্ষার্থীদের মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৬.২৫ থাকতে হবে; তবে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৩.০০ এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.৭৫ পেতে হবে।
(বিজ্ঞান শাখায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে অবশ্যই জীব বিজ্ঞান বা গণিত পাঠ্য বিষয় হিসেবে থাকতে হবে)।

ব্যবসায় প্রশাসন অনুষদ (C Unit):
এ অনুষদের অন্তর্গত বিভাগসমূহে ভর্তিচ্ছুদের মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমান/ডিপ্লোমা ইন কমার্স/ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ/ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৬.৭৫ থাকতে হবে; তবে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৩.০০ এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.৭৫ পেতে হবে।

সমাজ বিজ্ঞান অনুষদ (D Unit):
এ অনুষদের অন্তর্গত বিভাগসমূহে ভর্তিচ্ছুদের মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৫.৭৫ থাকতে হবে; তবে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.৭৫ এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.৫০ পেতে হবে।

আইন অনুষদ (E Unit):
এ অনুষদের অন্তর্গত বিভাগসমূহে ভর্তিচ্ছুদের মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৬.৭৫ থাকতে হবে; তবে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৩.০০ এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.৭৫ পেতে হবে।

জীব বিজ্ঞান অনুষদ (F Unit):
এ অনুষদের অন্তর্গত বিভাগসমূহে ভর্তিচ্ছুদের মাধ্যমিক বা সমমান এবং বিজ্ঞান/কৃষি বিজ্ঞান শাখায় ও মানবিক শাখায় (মনোবিজ্ঞান বা ভূগোল বিষয়সহ) উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৬.২৫ থাকতে হবে; তবে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৩.০০ এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.৭৫ পেতে হবে।

ইঞ্জিনিয়ারিং অনুষদ (G Unit):
এ অনুষদের অন্তর্গত বিভাগসমূহে ভর্তিচ্ছুদের মাধ্যমিক বা সমমান এবং বিজ্ঞান/কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৬.২৫ থাকতে হবে; তবে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৩.০০ এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.৭৫ পেতে হবে।

শিক্ষা অনুষদ (H Unit):
এ অনুষদের অন্তর্গত ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিষয়ে অনার্স কোর্সে ভর্তিচ্ছুদের মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৫.২৫ থাকতে হবে; তবে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.৫০ এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.২৫ পেতে হবে।

ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ (I Unit):
এ ইনস্টিটিউটের অন্তর্গত বিভাগসমূহে ভর্তিচ্ছুদের মাধ্যমিক বা সমমান এবং বিজ্ঞান/কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৬.২৫ থাকতে হবে; তবে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৩.০০ এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.৭৫ পেতে হবে।
এই ইউনিটে ভর্তিচ্ছুদের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় জীব বিজ্ঞান/কৃষি বিজ্ঞান ও গণিত/পরিসংখ্যান বিষয় নিয়ে উত্তীর্ণ হতে হবে।

ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রণমেন্টাল সায়েন্সেস (J Unit):
এ ইনস্টিটিউটের অন্তর্গত বিষয়সমূহে ভর্তিচ্ছুদের মাধ্যমিক বা সমমান এবং বিজ্ঞান/কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা সমমান অথবা ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ফরেস্ট্রি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৬.২৫ থাকতে হবে; তবে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৩.০০ এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.৭৫ পেতে হবে।
এ ইনস্টিটিউটের ভর্তিচ্ছুদের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা বিষয়ে উত্তীর্ণ হতে হবে।

O/A লেভেল ও দেশের বাহিরের প্রতিষ্ঠান থেকে উত্তির্ণদের ক্ষেত্রেঃ
ক) ২০১১ সালে বা তৎপরবর্তী সালে ন্যুনতম ২টি বিষয়ে বি ও ৩টি বিষয়ে সি গ্রেডসহ জিসিই লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১টি বিষয়ে বি গ্রেড ও ২টি বিষয়ে সি গ্রেড পেয়ে শুধুমাত্র ২০১৪ বা ২০১৫ সালে জিসিই লেভেল (বিজ্ঞান/বাণিজ্য শাখা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা B, C, D, E, H ইউনিট এবং জিসিই লেভেল (বিজ্ঞান শাখা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা  A, F1, G, I, J ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

খ) দেশের বাহিরের কোন প্রতিষ্ঠান থেকে (ও/এ লেভেল ছাড়া) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে চ.বি. রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় ২০ সেপ্টেম্বর, ২০১৫ তারিখের মধ্যে যোগাযোগ করে তাদের সার্টিফিকেট সমতা/জিপিএ নির্ধারণ করে নিতে হবে। একাডেমিক শাখা কর্তৃক প্রদত্ত Equivalent ID মাধ্যমিক/উচ্চ মাধ্যমিকের রোল নম্বরের স্থানে ব্যবহার করে ৩০ সেপ্টেম্বর, ২০১৫ তারিখের মধ্যে SMS ভিত্তিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

কোটায় ভর্তি সম্পর্কিত তথ্যঃ
ভর্তি নির্দেশিকায় উল্লিখিত যোগ্যতাসম্পন্ন ছাত্র/ছাত্রীরা সকল অনুষদের অন্তর্গত বাভাগে মুক্তিযোদ্ধা, উপজাতি, অ-উপজাতি, ওয়ার্ড এবং বিকেএসপি কোটায় ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ ও জীব বিজ্ঞান অনুষদের অন্তর্গত বিভাগ এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ এ ভর্তির জন্য অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কোটায় এবং বিজ্ঞান অনুষদের অন্তর্গত গণিত/পরিসংখ্যান বিভাগে, কলা ও মানববিদ্যা অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের অন্তর্গত বিভাগে ভর্তির জন্য শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদন করা যাবে।

SMS এর মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ২০১৫-১৬:

CU[Space]HSC Board[Space]HSC Roll[Space]HSC Year[Space]SSC Board[Space]SSC Roll[Space]SSC year[Space]Unit and Send It to 16222 Number from a Prepaid Teletalk Mobile Phone.

প্রবেশপত্র ডাউনলোডঃ
প্রবেশ পত্রের জন্য নির্দেশিত সাইজের এক কপি রঙিন ছবি (300x300 pixel, 100kb) স্ক্যান করতে হবে। Admit card Download করতে http://cu.teletalk.com.bd তে গিয়ে প্রথমে নিজ নিজ   User ID Password input দিতে হবে। ইনপুট তথ্যাবলি সঠিক হলে Photo Upload করার  Option পাওয়া যাবে। Photo Upload হলে প্রবেশপত্র ডাউনলোড করে ২ কপি প্রিন্ট করে নিতে হবে। প্রবেশপত্র  Student’s Signature এর নির্দিষ্ট স্থানে পরীক্ষার্থীর পূর্ণ নামের স্বাক্ষর করে পরীক্ষার হলে নিজের কাছে রাখতে হবে। অন্যটি ২ কপ পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সহ পরীক্ষার হলে সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট জমা দিতে হবে।
প্রবেশপত্রে ছাত্র/ছাত্রীর নাম, ইউনিট, রোল নম্বর, পরীক্ষা কেন্দ্র, ভবন, কক্ষ নম্বর, পরীক্ষার তারিখ ও সময় লেখা থাকবে।

SMS এর মাধ্যমে সিট প্ল্যান জানতেঃ
CU<>SP<>UNIT<>ROLL send to 16222.

SMS এর মাধ্যমে ফলাফল জানতেঃ
CU<> R<> Unit<> Roll send to 16222.

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এই ওয়েবসাইট www.uniadmissionbd.blogspot.com ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

1 comment:

  1. The Titanium For Sale at TI-Tech
    TTI-Tech supplies. black titanium wedding bands We supply titanium pipes and supply the world's best quality titanium steel components and services, and tittanium guarantee the perfect value titanium bikes for your

    ReplyDelete