বরিশাল বিশ্ববিদ্যালয়ের Admission
Notice 2015-16. www.barisaluniv.edu.bd.
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি নোটিশ,
সিট প্ল্যান, পরীক্ষার সময়, পরীক্ষার রেজাল্ট এখানেই প্রকাশ করা হয়।
Barisal University Admission Notice, Sit plan, Exam date and Time, Admission Result
2015-16 of all units will be found here. বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ
স্নাতক(সম্মান) শ্রেনীর ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আলাদা আলাদা ইউনিটের ভর্তি
পরীক্ষা আলাদা দিন ও তারিখে অনুষ্ঠীত হবে।
বরিশাল
বিশ্ববিদ্যালয়ে ভর্তি ২০১৫-১৬ এর গুরুত্বপূর্ণ সময়সীমাঃ
অনলাইনে আবেদন শুরু, ১
অক্টোবর, ২০১৫
অনলাইনে আবেদন শেষ, ৩১ অক্টোবর, ২০১৫
ভর্তি পরীক্ষার তারিখ, ২৭ ও ২৮ নভেম্বর, ২০১৫
আবেদন ফি; ৫৫০/=
ইউনিটসমূহ ও
ন্যূন্যতম যোগ্যতাঃ
ক-ইউনিটঃ বিজ্ঞান ও প্রকৌশল এবং জীববিজ্ঞান ও কৃষি অনুষদঃ গণিত,
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, রসায়ন, সয়েল এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স, বোটানি
এন্ড ক্রপ সায়েন্স, ভুত্তত্ব ও খনিবিদ্যা এবং পদার্থবিদ্যা বিভাগ। এ ইউনিটে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের
মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান দুই পরীক্ষায় বিজ্ঞান বা কৃষি
বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে, তবে কোনো পরীক্ষায় জিপিএ
৩.০০ এর নিচে গ্রহণযোগ্য নয়।
খ-ইউনিটঃ কলা ও মানবিক অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদঃ বাংলা,
ইংরেজি, সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, অর্থনীতি, পলিটিক্যাল সায়েন্স এবং আইন বিভাগ। এ ইউনিটে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের
মাধ্যমিক বা সমমান এবং মানবিক শাখায় উচ্চ মাধ্যমিক বা সমমান দুই পরীক্ষায় চতুর্থ
বিষয়সহ মোট জিপিএ ৬.০০ পেতে হবে, তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০ এর নিচে গ্রহণযোগ্য
নয়।
গ-ইউনিটঃ বিজনেস স্টাডিজ অনুষদঃ মার্কেটিং, ম্যনেজমেন্ট স্টাডিজ, একাউন্টিং
এন্ড ইনফরমেশন সিস্টেম এবং ফিন্যন্স এন্ড ব্যাংকিং বিভাগ। এ ইউনিটে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক বা সমমান ও
ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক বা সমমান/ডিপ্লোমা-ইন-কমার্স/ডিপ্লোমা-ইন-বিজনেস/বিজনেস
ম্যনেজমেন্ট দুই পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৬.৫০ পেতে হবে, তবে কোনো
পরীক্ষায় জিপিএ ৩.০০ এর নিচে গ্রহণযোগ্য নয়।
ঘ-ইউনিটঃ শাখা পরিবর্তন ইউনিটঃ বাংলা, ইংরেজি, গণিত, সমাজবিজ্ঞান,
লোকপ্রশাসন, অর্থনীতি, পলিটিক্যাল সায়েন্স, আইন, মার্কেটিং, ম্যনেজমেন্ট স্টাডিজ, একাউন্টিং
এন্ড ইনফরমেশন সিস্টেম এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং। এ ইউনিটে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক বা সমমান ও
উচ্চ মাধ্যমিক বা সমমানের দুই পরীক্ষায় মোট জিপিএ মানবিক শাখার ক্ষেত্রে চতুর্থ
বিষয়সহ ৬.০০, ব্যবসায় শিক্ষা/ ডিপ্লোমা-ইন-কমার্স/ডিপ্লোমা-ইন-বিজনেস/বিজনেস
ম্যনেজমেন্ট শাখার ক্ষেরে ৬.৫০ এবং বিজ্ঞান/কৃষি বিজ্ঞান/গার্হস্থ অর্থনীতি শাখার
ক্ষেতে ৭.০০ পেতে হবে, তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০ এর নিচে গ্রহণযোগ্য নয়।
জিসিইঃ ২০১১ অথবা তারপর পাসকৃত O-Level
পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং ২০১৪ অথবা
২০১৫ সনের A-Level পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে
পারবে। O-Level এবং A-Level এর মোট ৭টি বিষয়ের মোধ্যে ৪টি বিষয়ে
কমপক্ষে বি- গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে সি-গ্রেড থাকতে হবে।
SMS এর মাধ্যমে বরিশাল
বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ২০১৫-১৬:
BU<space>HSC Board Name<space>HSC Roll No<space>HSC
Passed Year<space>SSC Board Name<space>SSC Roll No<space>SSC
Passed Year<space>Your Desired Unit<space>Quota and send to 16222.
আবেদন ফরম
পূরণের পদ্ধতিঃ
একটি টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে Message
অপশনে গিয়ে BU লিখে স্পেস দিয়ে HSC
শিক্ষা বোর্ডের নামের
Keyword স্পেস দিয়ে HSC
পরীক্ষার রোল নম্বর স্পেস দেয়ে
HSC পরীক্ষার সাল স্পেস
দিয়ে SSC শিক্ষা বোর্ডের নামের Keyword স্পেস দিয়ে SSC পরীক্ষার রোল নম্বর স্পেস দিয়ে SSC পরীক্ষার সাল স্পেস দিয়ে কাঙ্খিত ইউনিটের Keyword
লিখে স্পেস দিয়ে কোটা থাকলে কোটার Keyword
লিখে ১৬২২২ নম্বরে SMS
করতে হবে।
উদাহরণঃ
BU DHA 122333 2015 DHA 2013 A. and send to 16222.
কোটার ক্ষেত্রেঃ BU DHA 123456 2015 DHA 2013 A FFQ and send to
16222.
কোটা
সমূহের keywords: freedom fighter FFQ, ward quota WQ, player quota SQ, tribal
quota TQ ,Non-tribal quota NTQ , Artist quota AQ.
উপরের SMS এর
তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও PIN জানিয়ে
সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি
জানানোর জন্য প্রথমে BU লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে স্পেস দিয়ে আবেদনকারীর
নিজ ব্যবহৃত যে কোন মোবেইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে SMS করতে
হবে।
উদাহরণঃ BU YES654321(PIN No)01xxxxxxxxxxx.
(Applicant’s Mobile No)
সম্মতি জানানোর পর আবেদনকারীর
মোবাইল থেকে ভর্তি পরীক্ষার ফি ৫৫০/= টাকা কেটে নিয়ে একটি SMS এ সাথে
সাথেই User ID ও Password জানিয়ে দেওয়া হবে। এই User ID ও Password
ব্যবহার করে পরবর্তিতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। User ID ও Password অবশ্যই
সংরক্ষণ করতে হবে।
উল্লিখিত নিয়মানুযায়ী GCE এর
ক্ষেত্রে টেলিটকের মাধ্যমে আবেদনের উদাহরণঃ BU GCE 123456
2015 KHA এখানে 123456 এর
জায়গায় আবেদনকারীর A-Level এর নিজ candidate নম্বরটি (শেষ sitting এর)
বসাতে হবে।
প্রবেশপত্র ডাউনলোড করার পদ্ধতিঃ
০৮ নভেম্বর ২০১৫ থেকে ২০ নভেম্বর ২০১৫
তাকিখের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের জন্য প্রথমে এক
কপি পাসপোর্ট সাইজের রঙিণ ছবি স্ক্যান করতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের জন্য http://bu.teletalk.com.bd তে গিয়ে প্রথমে User
ID ও Password দিয়ে ঢুকতে হবে। এরপর Subject Choice পূরণের Option এবং Photo ও Signature Upload করার Option পাওয়া যাবে। Subject Choice পূরণ, Photo (300X300 pixel, file size less then
100kb) ও Signature
(300X80 pixel, file size less then 60kb) Upload হলে প্রবেশপত্র ডাউনলোড করে ২ কপি প্রবেশপত্র প্রিন্ট করে
নিতে হবে।
প্রবেশপত্র দুটোর চিহ্নিত স্থানে এক কপি
করে সত্যায়িত রঙিণ ছবি দুটি প্রবেশপত্রের যথাস্থানে স্ট্যাপল করতে হবে। এরপর দুটি
প্রবেশপত্রের এক কপি পরীক্ষার হলে নিজের কাছে রাখবে এবং অন্য কপি পরীক্ষার হলে
সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট জমা দিবে। প্রবেশপত্রে ছাত্র-ছত্রীর ইউনিট, নাম ও রোল
নম্বর লেখা থাকবে।
পরীক্ষা
পদ্ধতিঃ
১। ভর্তি পরীক্ষা এক ঘন্টা সময়ে ১২০ নম্বরের MCQ পদ্ধতিতে
গ্রহণ করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩০ নম্বর কাটা হবে। SSC-১৫%, HSC-২৫% ও
পরীক্ষার-৬০% ধরে মোট ২০০ নম্বরের মধ্যে মেধা তালিকা তৈরি করা হবে।
২। প্রতি পরিক্ষায় পাস নম্বর
৪৮।
৩। ভর্তি পরীক্ষার সময়
প্রার্থীর ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংবলিত ডাউনলোডকৃত প্রবেশপত্র,
এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, A-Level এর Statement of Entry এর মূল কপি পরীক্ষার হলে নিয়ে আসতে হবে যা পরীক্ষার শেষে ফেরত
দেয়া হবে।
বরিশাল
বিশ্যবিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট জানতেঃ
SMS এর মাধ্যমে ভর্তি পরীক্ষার
ফলাফল জানতে BURUnit
codeRoll and send to 9944.
এছাড়াও
অন্যান্য যেকোন তথ্য জানতে এই ওয়েবসাইট www.uniadmissionbd.blogspot.com
এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েব
সাইট থেকেও পাওয়া যাবে।
No comments:
Post a Comment