নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Admission Notice 2015-16. www.nstu.edu.bd. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি নোটিশ, সিট প্ল্যান, পরীক্ষার সময়, পরীক্ষার রেজাল্ট এখানেই প্রকাশ করা হয়। Noakhali Science and Technology University Admission Notice, Sit plan, Exam date and Time, Admission Result 2015-16 of all units will be found here. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। মোট ৪টি A, B, C ও D ইউনিটে ভর্তি পরীক্ষা আলাদা দিন ও তারিখে অনুষ্ঠীত হবে।
বিশ্ববিদ্যালয়ে
ভর্তি ২০১৫-১৬ এর গুরুত্বপূর্ণ সময়সীমাঃ
অনলাইনে আবেদন শুরু, ১৭ সেপ্টেম্বর, ২০১৫
অনলাইনে আবেদন শেষ, ২৬ অক্টোবর, ২০১৫
ভর্তি পরীক্ষার তারিখ, ২০ ও ২১ নভেম্বর, ২০১৫
ভর্তি পরীক্ষায়
অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতাঃ
১। ২০১৪-১৫ সালের
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীরা শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।
২০১২ সালের পুর্বে এস.এস.সি
পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে না। বোর্ড পরীক্ষার কোনো বিষয়ে C
গ্রেড গ্রহণযোগ্য নয়।
২। A
ও
B ইউনিটের ক্ষত্রেঃ
পরীক্ষার্থীকে অবশ্যই এইচ.এস.সি. এবং এস.এস.সি. উভয় পরীক্ষাতেই (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.৫০ এবং আলাদা ভাবে
এইচ.এস.সি-তে ৩.০০ ও এস.এস.সি-তে ৩.৫০ পেয়ে পাশ করতে হবে।
৩। C
এবং D ইউনিটের ক্ষেত্রেঃ
আবেদনকারীকে যে
কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বিজ্ঞান অথবা ব্যবসায় শিক্ষা গ্রুপ
থেকে গ্রেডিং
পদ্ধতিতে (চতুর্থ বিষয় সহ) এস.এস.সি-তে কমপক্ষে ৩.৫০ এবং এইচ.এস.সি-তে ৩.০০ সহ
সর্বমোট জিপিএ ৬.৫০ পেয়ে পাশ হতে হবে। কিন্তু মানবিক বিভাগ হতে এস.এস.সি-তে
কমপক্ষে ৩.০০ এবং এইচ.এস.সি-তে ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৬.৫০ পেয়ে পাশ হতে হবে।
SMS এ আবেদন প্রকৃয়া ও ভর্তি পরীক্ষার ফিঃ
ভর্তচ্ছু
শিক্ষার্থীদেরকে SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ভর্তি পরীক্ষার ফি
প্রত্যেক ইউনিটের জন্য ৫০০/=
ভর্তি পরীক্ষার
আবেদনের জন্য একটি টেলিটক প্রি-পেইড মোবাইল ফোনের মাধ্যমে ম্যাসেজ অপশনে গিয়ে NSTU<স্পেস>HSC শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর
<স্পেস>HSC পরীক্ষার রোল নম্বর <স্পেস>HSC পাসের সাল <স্পেস>SSC শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
<স্পেস>SSC পরীক্ষার রোল নম্নর <স্পেস>SSC পাশের সাল লিখে <স্পেস> দিয়ে কাঙ্খিত ইউনিটের
কোডটি (A/B/C/D) লিখে ১৬২২২ নম্বরে SMS করতে হবে।
উদাহরণঃ NSTU
DHA 123456 2015 DHA 123456 2013 A. and send to 16222.
উপরের নিয়ম
অনুযায়ি SMS পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS-এ আবেদনকারীর নাম, রেজিস্ট্রেশন ফি ও একটি PIN
নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন 16222 নম্বরে আরেকটি SMS পাটিয়ে সম্মতি জানাতে হবে।
সম্মতি জানানোর
জন্য প্রথমে NSTU লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN নম্বর লিখে স্পেস দিয়ে আবেদনকারীর যোগাযোগের জন্য নিজের
ব্যবহিত একটি মোবাইল নাম্বার লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
উদাহরণঃ
NSTU<স্পেস>YES<স্পেস>PIN<স্পেস>01XXXXXXXXX.
আবেদনকারীর টেলিটক
প্রিপেইড মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার ফি 500/=
কেটে নিয়ে SMS এর মাধ্যমে সাথে সাথেই ভর্তি পরীক্ষার
রোল নম্বর জানিয়ে দেওয়া হবে। একবার SMS
করে আবেদন করলে তা আর প্রত্যাহার করা
যাবে না।
প্রবেশপত্র
ডাউনলোডঃ
আবেদনকারীকে
প্রবেশপত্র ডাউনলোডের জন্য SMS এর মাধ্যমে জানানো হবে। প্রবেশপত্রের জন্য প্রথমে এক কপি
পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩০০x৩০০ পক্সেল, সর্বোচ্চ ১০০ kb) ও আবেদনকারীর
স্বাক্ষর (৩০০x৮০
পিক্সেল, সর্বোচ্চ ৬০kb) স্ক্যান করে ২টি আলাদা ফাইল তৈরি করে রাখতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করতে http://nstu.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে SMS
এর মাধ্যমে আবেদন করার সময় প্রাপ্ত
সংশ্লিষ্ট গ্রুপের User ID এবং Password ইনপুট দিতে হবে। ইনপুট সঠিক হলে ছবি ও স্বাক্ষর আপলোড করার
অপশন পাওয়া যাবে।
User ID এবং Password হারিয়ে গেলে NSTU<স্পেস> HELP<স্পেস> HSC
শিক্ষা বোর্ডের নামের প্রথম অক্ষর
<স্পেস>HSC পরীক্ষার রোল নম্বর <স্পেস> HSC পাসের সাল লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
সফল্ভাবে উক্ত
প্রক্রিয়া সম্পন্ন হলে প্রবেশপত্র প্রিন্ট অপশন পাওয়া যাবে। তখন আবেদনকৃত গ্রুপের
২কপি প্রেবেশপত্র প্রিন্ট নিতে হবে। প্রার্থী পরীক্ষার হলে সংশ্লিষ্ট পরিদর্শকের
নিকট জমা দিবে। প্রবেশপত্রে শিক্ষার্থীর নাম, রোল নম্বর, গ্রুপের চয়েস, ছবি ও
স্বাক্ষর থাকবে। প্রতিটি গ্রুপের জন্য একই নিয়মে আলাদাভাবে প্রবেশপত্র ডাউনলোড
করতে হবে। ছবি, স্বাক্ষর আপলোড প্রক্রিয়া একবার সম্পন্ন করার পর আর পরিবর্তন করা
যাবে না।
কোটায় ভর্তিঃ
কোটায় ভর্তির
ক্ষেত্রে (মুক্তিযোদ্ধা, উপজাতি ও শারিরীক প্রতিবন্ধী) সরকারী বিধান অনুসরণ করা
হবে।
পরীক্ষার নম্বর
বন্টনঃ
A গ্রুপের জন্যঃ
পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান বিষয়ের উপর প্রত্যেকটিতে ২৫ করে ১২৫ টি
প্রশ্ন থাকবে। পদার্থবিজ্ঞান, রসয়ান ও গণিত প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যাবশ্যক।
বাংলা ও ইংরেজি এবং জীববিজ্ঞান হতে যেকোন একটির উত্তর দিতে হবে। মোট নম্বর হবে
১০০। পরীক্ষার পাশ নম্বর ৪০।
B গ্রুপের জন্যঃ
পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান বিষয়ের উপর প্রত্যেকটিতে ২৫ করে ১০০টি
প্রশ্ন থাকবে। মোট নম্বর হবে ১০০। পরীক্ষার পাশ নম্বর ৪০।
C গ্রুপের জন্যঃ বাংলা
ও ইংরেজি বিষয়ে পরীক্ষা হবে। মোট নম্বর হবে ১০০। ইংরেজি বিষয়ে ৬০ এবং বাংলা বিষয়ে
৪০ নম্বর থাকবে। পরীক্ষার পাশ নম্বর ৪০। তবে ইংরেজি এবং বাংলায় যথাক্রমে কমপক্ষে
৩০ ও ১০ নম্বর পেতে হবে।
D গ্রুপের জন্যঃ
বিজনেস এডমিনিস্ট্রেশন এবং ইকোনোমিক্স বিভাগে ভর্তি পরীক্ষায় বাংলায় ২৫, ইংরেজি
২৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক পসঙ্গে) ২৫, সবার জন্য বাধ্যতামূলক।
মানবিক বিভাগ থেকে
পাশকৃত শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিত (মাধ্যমিক পর্যায়ের) ২৫, ব্যবসায় শিক্ষা
বিভাগ থেকে পাশকৃতদের জন্য ব্যবসায় নীতি ও প্রয়োগ এবং হিসাব বিজ্ঞান ২৫, বিজ্ঞান
বিভাগথেকে পাশকৃতদের জন্য সাধারণ বিজ্ঞান ২৫। মোট নম্বর হবে ১০০। পরীক্ষার পাশ
নম্বর ৪০।
A, B ও D গ্রুপের পরীক্ষায় প্রত্যেক বিষয়ে ন্যূন্যতম পাস নম্বর-৮।
ভর্তি পরীক্ষার MCQ
পদ্ধতির উত্তরপত্র বিশ্ববিদ্যালয় কর্তৃক
সরবরাহ করা হবে। উত্তর পত্রে সঠিক উত্তরের বৃত্তটি কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে
ভরাট করতে হবে। উত্তর দান পদ্ধতি প্রশ্নপত্রের নির্দেশাবলী অংশে বর্ণিত থাকবে ।
প্রত্যেক পরীক্ষার্থীকে কেবল একটি উত্তরপত্র সরবরাহ করা হবে।
উচ্চ মাধ্যমিক
পর্যায়ের পাঠ্যক্রমের ভিত্তিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। পরীক্ষার হলে কোন
ইলেকট্রনিক ডিভাইস যেমন কম্পিউটার/ট্যাব, মোবাইল ফোন, ক্যালকুলেটর, প্রগ্রামেবল
ঘড়ি ইত্যাদি আনা নিষিদ্ধ।
ভর্তি পরীক্ষার
তারিখ, সময়, কেন্দ্রের নাম, ভবনের নাম, কক্ষ নং ও পরীক্ষা কেন্দ্র ইত্যাদি যাবতিয়
তথ্য যথাসময়ে এই ওয়েবসাইট www.uniadmissionbd.blogspot.com
এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও SMS
এর মাধ্যমে জানা যাবে।
No comments:
Post a Comment