Sunday, October 25, 2015

Chittagong University Of Engineering & Technology (CUET) Admission Notice, Circular & All Information 2015-16.



Chittagong University Of Engineering & Technology  Admission Notice
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Admission Notice 2015. www.cuet.ac.bd চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি নোটিশ, সিট প্ল্যান, পরীক্ষার সময়, পরীক্ষার রেজাল্ট এখানেই প্রকাশ করা হয়। Chittagong University Of Engineering & Technology Admission Notice, Sit plan, Exam date and Time, CUET Admission Result 2015-16 of all units will be found here. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেনীর ভর্তি কার্যক্রম অক্টোবর ২০১৫ শনিবার সকাল ১০টা এবং মুক্তহস্ত অংকন একই দিন বিকাল ৩টা।

ভর্তির সংশ্লিষ্ট তারিখ ও সময়সূচীঃ
ক) ভর্তির আবেদনের জন্য SMS করা শুরুঃ ৩০ আগস্ট ২০১৫।

খ) ভর্তির আবেদনের জন্য SMS করার শেষ তারিখঃ ৭ অক্টোরর ২০১৫।


গ) বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ/A লেভেলের প্রার্থীদের আবেদনপত্র জমা দেয়ার তারিখঃ ৩০ আগস্ট ২০১৫ হতে ৭ অক্টোবর ২০১৫।

ঘ) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বরসহ নামের তালিকা প্রকাশঃ ১৮ অক্টোবর ২০১৫।

ঙ) ভর্তি পরীক্ষার তারিখ ও সময়ঃ ৩১ অক্টোবর ২০১৫, শনিবার সকাল ১০.০০টা এবং মুক্তহস্ত অংকন একই দিন বিকাল ৩.০০টা।

চ) মেধানুযায়ী ভর্তির জন্য নির্বাচিত এবং অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশঃ ৮ নভেম্বর ২০১৫।

আবেদন ফিঃ
ক- ইউনিটঃ- ৮০০/=
খ- ইউনিটঃ- ১,০০০/=

ভর্তির জন্য নির্ধারিত বিভাগ ও আসন সংখ্যাঃ
Civil Engineering-১৩০টি, Computer Science and Engineering-১২০টি, Electrical and Electronic Engineering-১৩০টি, Electronics and Telecommunication Engineering- ৩০টি Mechanical Engineering-১৩০টি, Petroleum and Mining Engineering-৩০টি, Civil and Water Resources Engineering-৩০টি, Mechatronics and Industrial Engineering-৩০টি, Architecture-৩০টি এবং Urban and Regional Planning -৩০টি, সর্বমোট ৬৯০টি আসন।  এ ছাড়াও রাখাইন সম্প্রদায়ের জন্য ০১টি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার উপজাতীয়দের জন্য ১০টি সহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে। ভর্তির জন্য অন্য কোন ধরনের আসন সংরক্ষিত নেই।

আবেদনের ন্যুনতম যোগ্যতাঃ
ক) প্রার্থীকে মাধ্যমিক পরীক্ষায় ৫-এর স্কেলে কমপক্ষে গড় গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে। অথবা সমমানের পরীক্ষায় সমতুল্য নম্বর বা গ্রেড পেয়ে পাশ হতে হবে।

খ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে ‘B’ গ্রেড পেয়ে পাশ করতে হবে এবং গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে মোট গ্রেড পয়েন্ট ১৭.০০ পেতে হবে।

অথবা বিদেশী শিক্ষা পতিষ্ঠান থেকে ২০১৫ সালের সমমানের পরীক্ষায় উক্ত বিষয়সমূহে কমপক্ষে সমতূল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মোট ১২ শিক্ষাবর্ষের অধ্যয়নকাল থাকতে দরখাস্ত করতে পারবে। উক্ত ক্ষেত্রে গ্রেড-এর সমতূল্য Numerical value এর মান সম্পর্কে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়নকৃত সনদপত্র জমা দিতে হবে।

অথবা GCE “O” লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি পেপাড়ে গড়ে ‘B’ গ্রেড পেয়ে পাশ হতে হবে এবং GCE “A” লেভেল পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ের প্রত্যেকটিতে কমপক্ষে ‘B’ গ্রেড পেয়ে পাশ হতে হবে। শুধুমাত্র ২০১৫ সালে ‘A’ লেভেল পাশ করা ছাত্র/ছাত্রীরা আবেদন করতে পারবে।

SMS এর মাধ্যমে আবেদন প্রক্রিয়াঃ
ক) আবেদনের জন্য টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে CUET <স্পেস> HSC শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর <স্পেস> HSC পরীক্ষার রোল নম্বর <স্পেস>  HSC পাশের সাল  SSC শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর SSC পরীক্ষা রোল নম্বর  <স্পেস> SSC পাশের সাল <স্পেস> কাঙ্খিত ইউনিটের কী ওয়ার্ড (KA/KHA) লিখে 16222 নম্বরে SMS করতে হবে।

উদাহরণঃ CUET<>DHA<>123456<>2015<>DHA<>123456<>2013<>KA.

উদাহরণটি ঢাকা বোর্ডের এবং KA ইউনিটের জন্য। এখানে 123456 এর জায়গায় যথাক্রমে আবেদনকারীর নিজের HSC এবং SSC পরীক্ষার রোল নম্বর দিতে হবে।

খ) SMS টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আবেদনকারীকে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে CUET <স্পেস> YES <স্পেস> PIN নম্বর <স্পেস> মোবাইল ফোন নম্বর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

উদাহরণঃ CUET<>YES<>654321<>01XXXXXXXX.

উল্লেখ্য, সম্মতি জানিয়ে SMS পাঠালেই কেবল আবেদনকারীর মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি বাবদ KA গ্রুপের জন্য ৮০০/- এবং KHA গ্রুপের জন্য ১,০০০/- টাকা কেটে নেওয়া হবে এবং একটি SMS এর মাধ্যমে সাথে সাথেই একটি ফরম নম্বর জানিয়ে দেয়া হবে যা আবেদনকারীকে সংরক্ষণ করতে হবে।

সকল আবেদনকারীর মধ্য থেকে HSC তে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিতে প্রাপ্ত মোট জিপিএ- এর ভিত্তিতে প্রথম ৬,০০০ জনকে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত ঘোষণা করা হবে এবং তাদের সংরক্ষিত ফরম নম্বরের বিপরীতে একটি রোল নম্বর জানিয়ে দেয়া হবে (ওয়েবসাইট ও SMS এর মাধ্যমে)।
ভর্তি পরীক্ষার সময় প্রার্থীর সদ্য তোলা ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবির পিছনে ঐ রোলনম্বরটি লিখে পরীক্ষার হলে নিয়ে আসতে হবে। ছবি ছাড়া কাউকেই ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেয়া হবে না।


বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান হতে পাশ করা এবং GCE “O”/ “A” লেভেল পাশ করা ছাত্র/ছাত্রীরা SMS এর মাধ্যমে আবেদন করতে পারবে না। তারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.cuet.ac.bd থেকে আবেদন ফরম ডাউনলোড করে নির্ধারিত ফি সভাপতি, ভর্তি কমিটি, সোনালী ব্যাংক লিমিটেড, সিইউইটি শাখা, চট্টগ্রাম এর অনুকূলে ডিমান্ড ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করে রেজিস্ট্রার, চুয়েট, রাউজান, চট্টগ্রাম-৪৩৪৯ ঠিকানায় জমা দিবে।

ভর্তি নির্দেশিকাঃ
সকল পরীক্ষার্থী চুয়েট ওয়েবসাইট হতে ভর্তি নির্দেশিকা ২০১৫-১৬ ডাউনলোড করে নিতে পারবে। ভর্তি নির্দেশিকায় উল্লিখিত নিয়মাবলী ছত্র/ছাত্রীদেরকে অনুসরণ করতে হবে। ভর্তি বিজ্ঞপ্তি/ ভর্তি নির্দেশিকায় উল্লেখ নেই। ভর্তি সংক্রান্ত এমন কোন তথ্য জানতে হলে রেজিস্ট্রার অফিসের সাথে যোগাযোগ করতে হবে। ভর্তি সংক্রান্ত নিয়ম-নীতির যে কোন ধারা ও উপ-ধারার পরিবর্তন, সংশোধন, সংযোজন ও পুনঃসংযোজনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

No comments:

Post a Comment