শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Admission Notice 2015. www.sust.edu. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি নোটিশ, সিট প্ল্যান, পরিক্ষার সময়, পরিক্ষার রেজাল্ট এখানেই প্রকাশ করা হয়। Shahjalal University of Science and Technology University Admission Notice, Sit plan, Exam date and Time, SUST Admission Result 2015-16 of all units will be found here. শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০১৫-১৬ ভিন্ন ভিন্ন ২টি ইউনিটে A ও B এবং তাদের অনুকুলে A1, B1, B2, B3 এবং B4 ইউনিটে অনুষ্ঠিত হবে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেনীর ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর ২০১৫ অনুষ্ঠীত হবে।
SUST বিশ্ববিদ্যালয় ভর্তি ২০১৫-১৬ এর গুরুত্বপূর্ণ সময়সীমাঃ
অনলাইনে আবেদন শেষ, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
A ইউনিটের পরীক্ষা, ১৪ নভেম্বর, ২০১৫। সকাল ৯.৩০
B ইউনিটের পরীক্ষা, ১৪ নভেম্বর, ২০১৫। দুপুর ২.৩০
ভর্তি পরীক্ষার
যোগ্যতাঃ
১। ২০১৪/২০১৫ সনে
অনুষ্ঠিত এইচ. এস. সি. (সাধারণ/কারিগরি)/আলিম/ডিপ্লোমা-ইন কমার্স/সমমান এবং
২০১২/২০১৩ সনে অনুষ্ঠিত এস. এস. সি. (সাধারণ ও কারিগরি)/দাখিল বা সমমান
পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে। উল্লেখ্য,
ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের ২০১০/২০১১ সনে
অনুষ্ঠিত এস. এস. সি. বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সকল ছাত্র-ছাত্রী বিজ্ঞান
শাখা থেকে এইচ. এস. সি. বা সমমান পরীক্ষা পাশ করেছে তারা A
ও B উভয় ইউনিটেই এবং অন্যেরা শুধু A
ইউনিটে আবেদন করতে পারবে।
A ইউনিটে আবেদন করার
জন্য এইচ. এস. সি./সমমান উভয় পরীক্ষায় নূন্যতম GPA
3.0 সহ মোট 6.5
থাকতে হবে। B
ইউনিটে আবেদন করার জন্য এইচ. এস. সি./সমমান ও এস. এস. সি./সমমান উভয় পরীক্ষাতে নূন্যতম GPA
3.0 সহ মোট 7.0 থাকতে হবে।
২। জি. সি. ই. O লেভেলে কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাশ এবং জি. সি. ই. A লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে A গ্রেডসহ ৩টি বিষয়ে পাশ থাকতে হবে।
A ইউনিটভূক্ত বিভাগসমূহঃ
অর্থনীতি=৬৫, সমাজবিজ্ঞান=৬৫,
পলিটিক্যাল স্টাডিজ=৬৫, লোক প্রশাসন=৬৫, নৃ-বিজ্ঞান=৬৫, সমাজকর্ম=৬৫, ব্যবসায়
প্রশাসন=৭০, ইংরেজি=৭০, বাংলা=৭০।
মোট=৬০০ জন।
B ইউনিটভূক্ত বিভাগসমূহ ও আসনসংখ্যাঃ
Group-1:
পদার্থ
বিজ্ঞান=৬৫, রসায়ন=৬৫, গণিত=৮০, পরিসংখ্যান=৮০, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং=৬০,
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স=৫০, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন
ইঞ্জিনিয়ারিং=৫০, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং=৫০, ফুড ইঞ্জিনিয়ারিং
এন্ড টি টেকনোলজি=৪০, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং=৩৫, ভূগোল ও
পরিবেশ=৪০।
Group-2:
জেনেটিক
ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি=৩৫, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি=৩০,
ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স=৫৫।
Group-3:
আর্কিটেকচার=৩০।
মোট=৮০০ জন।
ভর্তি পরীক্ষার
ইউনিট, বিভাগ ও ফিসঃ
A1:- A ইউনিট এর সকল বিষয় = ৭০০/=
B1:- Group-1 এর সকল বিষয়= ৭০০/=
B2:- Group-1,Group-2 এর সকল বিষয়= ৭৫০/=
B3:- Group-1 এর সকল বিষয় এবং আর্কিটেকচার= ৮০০/=
B4:- Group-1, Groupo-2 এর সকল বিষয় এবং আর্কিটেকচার= ৮৫০/=
ভর্তি পরীক্ষার
আবেদন প্রকৃয়াঃ
১। যদি কোনো
ছাত্র/ছাত্রী A ও B উভয়
ইউনিটে পরীক্ষা দিতে চায় তাহলে উভয় ইউনিটের জন্য পৃথক প্রৃথক ভাবে আবেদন করতে হবে।
সাব-ইউনিটগুলো এমন ভাবে সাজানো হয়েছে যে, কোনো একটি সাব ইউনিটে আবেদন করলে ঐ
ইউনিটের অন্য সাব-ইউনিটে আবেদন করা যাবে না।
২। আবেদন করার
জন্য একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে বিশ্ববিদ্যালয়ের নাম (SUST),
এইচ. এস. সি/ সমমান পরীক্ষার বোর্ডের
নাম, পরীক্ষার রোল নম্বর, পাশের সন এবং এস. এস. সি/সমমান পরীক্ষার বোর্ডের নাম,
রোল নম্বর, পাশের সন এবং সাব-ইউনিটের কি-ওয়ার্ড (A1,B1,B2,B3,B4) লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
উদাহরণঃ SUST SYL 123456 2015 SYL 654321 2013 A1.
এখানে, 123456
এবং 654321 এর জায়গায় এইচ.এস.সি এবং এসএসসি
পরীক্ষার রোল নম্বর লিখতে হবে।
কোটায় আবেদন করতে সাব-ইউনিটের পরে কোটা কোড (FFQ
–মুক্তিযোদ্ধার
সন্তান, INQ- আদিবাসি, DIQ- প্রতিবন্ধী) উল্লেখ করতে হবে।
উদাহরণঃ
SUST SYL 123456 2015 SYL 654321 2013 A1 FFQ.
এ-পর্যায়ে ফিরতি SMS অনুসরণ করে প্রার্থীদের যোগাযোগের নম্বর
(নিজস্ব অথবা অভিভাবকের) দিতে হবে।
উদাহরণঃ SUST YES PIN 01XXXXXXXXX.
৩। জি.সি.ই O/A
Level এবং ডিপ্লোমা ইন
ইঞ্জিনিয়ারিং এ উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের তথ্য শিক্ষাবোর্ডের ডাটাবেজে নেই বলে
পথমে www.sust.edu/admission
ওয়েবসাইটে নিজের তথ্য জানিয়ে একটি কোড
নম্বর সংগ্রহ করতে হবে। অতঃপর তাদেরকে
বোর্ডের নামের জায়গায় WEB লিখে টেলিটক মোবাইল ফোন থেকে SUST,
WEB, কোড নম্নর,
এইচ.এস.সি/সমমান পরীক্ষার পাশের সন এবং ইউনিটের কি-ওযার্ড লিখে 16222
নম্বরে SMS করতে হবে।
উদাহরণ ১:
SUST WEB 123456 2015 A1.
উদাহরণ ২ (কোটার ক্ষেত্রে):
SUST WEB 123456 2015 A1 FFQ.
ভর্তি সংক্রান্ত কোনো
প্রশ্ন থাকলে 01555555001-4 হটলাইনে অথবা admission@sust.edu তে ই-মেইল করে যোগাযোগ করা যাবে।
প্রশ্নপত্রঃ
প্রশ্নপত্র বাংলায়
প্রণয়ন করা হবে। তবে কোনো পরীক্ষার্থী যদি ইংরেজিতে প্রশ্নপত্র পেতে চায় তাহলে www.sust.edu/admission ওয়েবসাইটের মাধ্যমে অবহিত করতে হবে।
পরীক্ষা পদ্ধতিঃ
১। ভর্তি পরীক্ষা
সম্পূর্ণভাবে বহু নির্বাচনী (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্যে ০.২৫
নম্বর কাটা যাবে। কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে OMR ফরম-এ উত্তর করতে হবে। পরীক্ষার হলে
মোবাইল ফোন রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।
২। বিদেশী ও
বিদেশে অধ্যয়ন করা বাংলাদেশি ছাত্র/ছাত্রী যারা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবে না,
তাদের ক্ষেত্রে ভর্তির আবেদনের জন্য SAT Score নুন্যতম ১১০০ থাকতে হবে। এ সকল
ছাত্র/ছাত্রীর ক্ষেত্রে আবেদন পকৃয়ার বিস্তারিত www.sust.edu/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।
No comments:
Post a Comment